Monday, March 17, 2025
spot_img
More

    ধর্ষণকারীদের পাথর নিক্ষেপ করে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেয়া হোক : আফরোজা আব্বাস

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এগুলোর বিচারের জন্য প্রমাণের দরকার নেই, এদের তো হাতেনাতে ধরেছে। এদের জেলে নেয়াও উচিত না, প্রকাশ্যে এদের ফাঁসি দেয়া উচিত। আইনে কভার না হলে ইসলামিক আইনে করুক। যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে। ধর্ষণকারীদের পাথর নিক্ষেপ করে জনসমক্ষে মৃত্যুদ- দেয়া হোক।
    রবিবার (১৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্যাতনের শিকার শিশুর (ধর্ষণ চেষ্টার ভিকটিম) শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।
    তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সতেরো বছরে এসকল ধর্ষণ, গণধর্ষণের কোন বিচার হয়নি। সেকারণেই এগুলো বেড়ে গিয়েছে। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের রিমার স্বামীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে তৎক্ষনাৎ ফাঁসি দিয়েছিল। সেভাবে যদি হাসিনা কয়েকটা বিচার করত তাহলে এগুলো হত না।
    এই যে নরপশুগুলো এদের দুয়েকটার বিচার না হলে এরা ঠিক হবে না। আছিয়া মারা গেল, তার বিচারটা তৎক্ষনাৎ হয়ে গেলে এ ঘটনাগুলো ঘটত না। অথচ আমরা দেখেছি শেরপুরে, ময়মনসিংহে এরকম ঘটনা ঘটেছে। কুমিল্লায়তে মেরেই ফেলেছে একজনকে।
    তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান এগুলো দেখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন এসকল পরিবারের কাছে তার বার্তা পৌঁছে দিতে যে তারেক রহমান এসকল পরিবারের পাশে আছে।
    এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল প্রমূখ। সংবাদ প্রকাশঃ ১৬-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments