
কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের ব্যবসায়ী ইয়াকুব আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ।
সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি, জানান == মুরাদনগর নগরপাড় গ্রামের ব্যবসায়ী ইয়াকুব আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার দুপুরে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে নগরপাড় চৌরাস্তায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, আল-আমিন, মাহবুব আলম, সজিব মিয়া, নাঈম সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মালু মিয়া, ইসমাইল হোসেন, সোহেল মিয়া, মোমেন সরকার ও আল-আমিন প্রমুখ। বক্তারা ইয়াকুব আলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের দাবি জানায়।
সরেজমিন গিয়ে জানা যায়, ব্যবসায়ী ইয়াকুব আলীর নিকট চাঁদা দাবি করে আসছিল একটি চাঁদাবাজ চক্র। চক্রটি ইতিমধ্যে কোম্পানীগঞ্জ বাজারের পেয়াজ ব্যবসায়ী খলিল মিয়ার মাধ্যমে ইয়াকুব আলীর কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। বর্তমানে চক্রটি আরো ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকার করায় চক্রটির যোগসাজসে নগরপাড় গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ সফিককে দিয়ে থানায় একটি মামলা করানো হয়। উক্ত মামলার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ইয়াকুব আলীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমবেশ করে লাভ কি? আমরা বিষয়টি খতিয়ে দেখতেছি। সংবাদ প্রকাশঃ ১৫-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=