
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ বিশেষ প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা শাখার সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন হিরন(৩০)কে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
শুক্রবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওয়াহেদপুর গ্রাম থেকে হিরনকে গ্রেফতার করেন এবং সকাল ১১টায় তাকে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে।
আব্দুল্লাহ আল মামুন হিরন উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষঘর গ্রামের মৃত: আব্দুল মজিদ’র পুত্র। সে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস সহকারী এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা সাবেক সহসভাপতি ছিলেন বলে পুলিশ জানিয়েছেন।
গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ আলমগীর হোসেনের পুত্র। ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃতঃ রবিস আলীর পুত্র ও নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১/১৬০, তারিখ- ১৪/০৯/২০২৫ইং। ওই হত্যা মামলার ৫৬ নং এজহারভ‚ক্ত আসামী আব্দুল্লাহ আল মামুন হিরন।
নাম প্রকাশে অনিচ্ছুক আব্দুল্লাহ আল মামুন হিরনের স্বজন জানান, হিরন যথারীতি উপজেলা পরিষদে যাতায়ত, দাপ্তরিক কাজে সহায়তা এমনকি তার নামে ঠিকাধারী লাইসেন্সে উন্নয়নমূলক কাজগুলো করে আসছে। সে হত্যা মামলার আসামী ছিল এবিষয়টি তাকে গ্রেফতারের পরেই জানতে পেরেছেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ কালের কন্ঠকে জানান, তাকে গোপন সংবাদে আজ সকাল ১০টায় গ্রেফতার করা হয়েছে। হিরন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের পিএস ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাবেক সহসভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হিরন সশস্ত্র ভ‚মিকায় আন্দোলনরতদের দমন-পিড়নে ভ‚ীমকা রাখার অভিযোগ রয়েছে।
ছবির ক্যাপশনঃ সাব্বির হত্যা মামলার আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন হিরন(৩০) গ্রেফতারের পর তোলা ছবি, থানা থেকে সংগৃহীত। সংবাদ প্রকাশঃ ১৪-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=