
সিটিভি নিউজ।। আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া:সংবাদদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ৬ থেকে ৫৯ মাস বয়সি ৩৬ হাজার ৮৮০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ৩ হাজার ৮৯৭ শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩২ হাজার ৯৮৩ শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি স্থায়ী ও ১৯২ টি অস্থায়ী কেন্দ্রে একযোগে চলবে এ কার্যক্রম।
মঙ্গলবার ( ১১ মার্চ ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ ভূইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন, স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, ইপিআই প্রধান আবুল কাশেমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য স্টাফ ও টিকা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের রাতকানা, অন্ধত্ব প্রতিরোধসহ বিভিন্ন রোগ থেকে বাঁচানো সম্ভব।ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। সংবাদ প্রকাশঃ ১৩-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=