
সিটিভি নিউজ।। নুরুল ইসলাম ।। সংবাদদাতা জানান =====
সারাদেশের ন্যায় আগামী শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা সদরসহ ১৭টি উপজেলার ৪ হাজার ৮২৪টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রোগ্রাম শুরু হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে কুমিল্লা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারো জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন একশ ভাগ সফল হবে। এবার জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী নীল রংয়ের ক্যাপসুল খাওয়া শিশুর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৯৯১ জন। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী লাল রংয়ের ক্যাপসুল খাওয়া শিশুর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৯৫১ জন। এছাড়াও, জেলার মোট ৫ হাজার ৩৯টি কেন্দ্রে প্রতিকেন্দ্রে ২ জন করে মোট ১০ হাজার ৭৮জন স্বেচ্ছাসেবক কাজ করবে।
আগামী শনিবার সকাল ৮টায় সদর হাসপাতালের ইপিআই সেন্টারে জেলা সিভিল সার্জন আলী নুর বশির আহমেদ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে ডা.আলী নূর মোহাম্মদ বশির বলেন, এ ভিটামিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যেকোনো গুজবে কান না দিয়ে সরাসরি জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, মেডিকেল অফিসার ডা. ফাতিমা আকতার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৩-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=