Wednesday, March 12, 2025
spot_img
More

    আদালতের নির্দেশ অমান্য করে ইমারত নির্মানে বাধা দিলে সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।। আহত নারীসহ ৪জন

    সিটিভি নিউজ।। কুমিল্লা নগরীর ১৮নং ওয়ার্ডের হযরতপাড়া এলাকায় পারিবারিক ও প্রতিবেশীদের সাথে ভূমি বিরোধের জের ধরে মহিলাসহ ৪জন আহত হয়েছে। এই ব্যাপারে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন আয়েশা আক্তার। মামলার এজহারে ৫জনের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। মামলার এজহারে বলাহয়, আসামীগনের সাথে বাদীর বর্তমানে দেওয়ানী মামলা চলমান আছে, আসামীগন খুবই খারাপ ও উশৃঙ্খল প্রকৃতির, তাহারা বাদীকে ও স্বাক্ষীগনকে বিভিন্নভাবে অত্যাচার অবিচার করিয়া আসিতেছে। আসামীগনের সাথে বাদীর দেওয়ানী মামলা মোকদ্দমা চলমান থাকা অবস্থায় আসামীরা আইনের তোয়াক্কা না করিয়া সম্পূর্ন বেআইনীভাবে পূর্ব পরিকল্পিতভাবে জোর পূর্বক অন্যায়ভাবে রাতের অন্ধকারে তাহাদের বিল্ডিং নির্মাণ কাজ করিতে থাকে এবং বাদীর চলাচলের রাস্তার জায়গায় আসামীগন তাহাদের বিল্ডিং-এর ভীম নির্মাণ করিতে থাকে। ফলে বাদীর ছেলে ১নং স্বাক্ষী ভিকটিম বিপ্লব ও অন্যান্য স্বাক্ষীগন আসামীগনের এহেন অন্যায় কাজ থেকে বিরত থাকার কথা বলিলেও আসামীগন বাদী ও স্বাক্ষীগনের কথায় কোন কর্নপাত না করিয়া বরং তাহাদের নির্মাণ কাজ চালাইয়া যাইতে থাকে। এমতাবস্থায় ঘটনার দিন তারিখ সময় ও স্থান অর্থাৎ বিগত ০৮/০৩/২০২৫ইং তারিখ শনিবার সকাল অনুমান ১৯:৪০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড হযরতপাড়া এলাকায় আসামীগন তাহাদের অবৈধ নির্মান কাজ অব্যাহত রাখিলে এবং বাদীর ছেলে ১নং স্বাক্ষী তাহাদের অবৈধ নির্মান কাজে বাধা প্রদান করিতে গেলে আসামীগন পূর্ব পরিকল্পিত ভাবে বাদীর ও স্বাক্ষীগনের সহিত ঝগরা বিবাদে লিপ্ত হয়। তারা ফ্যাসাদ করিয়া তাহাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং আসামীগন পূর্ব পরিকল্পিত ভাবে তাহাদের হাতে থাকা রামদা, ছেনি, লাঠি সোটা নিয়া বাদীর বসত ঘরের সামনে অবৈধ আসিয়া বাদীকে ও ১নং স্বাক্ষীগন হুমকি ধমকি প্রদর্শন করিতে থাকে বাদী ও ১নং স্বাক্ষী তাহাদে প্রতিবাদ করিলে এক পর্যায়ে ২নং আসামী ইয়াছিন মিয়া তাহার হাতে থাকা লাঠি দিয়া বাদীর ছেলে বিপ্লবকে পিটাইয়া তাহার বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম করে এবং এই সময় ১নং আসামী ইউসুফ মিয়া বাদীর ছেলে বিপ্লবকে হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা রাম দাঁ দিয়া বাদীর ছেলে ১নং সাক্ষীর মাথার ডান পাশে কুপ মারিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে এই সময় ১নং স্বাক্ষী ভিকটিমের স্ত্রী ২নং স্বাক্ষী ভিকটিমকে আসামীর নিকট হইতে রক্ষা করিতে আসিলে ৩,৪ ও ৫নং আসামীগন জুম্মন জিসান, ও আসিফগন বাদীকে ও বাদীর পুত্র বধু ২নং স্বাক্ষী উর্মিকে ঠেলা ধাক্কা দিয়া মাটিতে ফেলে দেয়। এই সময় ৩নং আসামী জুম্মন ২নং সাক্ষীর পড়নে কাপড় চোপড় টানা হেচড়া করিয়া ছিড়িয়া ফেলে তাহাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। ৫নং আসামী আসিফ তাহার হাতে থাকা ইট পাটকেল নিক্ষেপ করিয়া বাদীর বাম পায়ে মারাত্মক থেতলানো ফুলা জখম করে। ৪নং আসামী জিসান ১নং স্বাক্ষী ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে গলা চিপিয়া দরিয়া শ্বাস রোধ করিয়া হত্যার চেষ্টা করে। এই সময় বাদী তাহার ছেলে ১নং স্বাক্ষী ভিকটিমকে রক্ষা করিতে আসিলে ৪নং আসামী বাদীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন টান মারিয়া ছিড়িয়া নিয়া যায় এই সময় সকল আসামীগন সহ তাহাদের সঙ্গীয় অজ্ঞাতনামা আসামীগন বাদীর বাড়ি ঘরে লাঠি দিয়া পিটাইয়া গেইট কুপাইয়া এবং বাদীর ঘরের জানালার গ্লাস ভাংচুর করিয়া অনুমান ২০ হাজার চর্বিকীকৃতি সাধন করে। বাদীর ও ২নং স্বাক্ষীর শোর চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিতে দেখিলে আসামীগন বাদীকে ও স্বাক্ষীগনকে প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি ধমকি দেয় যে, তাহাদেরকে শান্তিতে থাকতে দিবে না এবং বাদী ও ১,২নং স্বাক্ষীগনের বাড়ি ঘর দখল করিয়া নিবে এবং তাহাদের নামে মিথ্যা অভিযোগ দিয়া হয়রানী করিবে ইত্যাদি হুমকি দিয়া চলিয়া যায়। ১নং সাক্ষীর অবস্থা গুরুত্বর দেখিয়া অন্যান্য স্বাক্ষীগন দ্রুত ১নং স্বাক্ষীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সী বিভাগে নিয়া চিকিৎসা করায়। আসামীগনের আঘাতের ফলে বাদীর ছেলে ১নং স্বাক্ষীর প্রচুর রক্ত ক্ষরন হয়, এবং তাহার মাথায় ৮টি সেলাই লাগে সে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাইয়া চিকিৎসা ছাড়পত্র সংগ্রহ করেন। এই বিষয়ে অভিযোগ করে ১২ মার্চ
    কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হামলায় আহত হযরতপাড়া এলাকার মোঃ জামাল আহমেদ ও আয়েশা আক্তার। তারা বলেন, তাদের পূর্ব
    পুরুষের ভূমিতে দীর্ঘ
    বহুবছর ধরে আদালতে মামলা চলমান আছে। প্রতিপক্ষরা আদালতের আদের অমান্য করে বিরোধকৃত জমিতে ইমারত নির্মান শুরু করে । বাধা প্রদান করে তাদের ও পর হামলা চালায় ইউসুফ, ইয়াসিন, জুমন, জিসান, এবং আসিফ সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান তারা। সংবাদ প্রকাশঃ ১২-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments