
সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =============
রামুস্থ ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি কর্তৃক আটক করা ১৭টি গরু নিলাম বা কোনো রকম ক্রয়-বিক্রয় না করতে নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৯ মার্চ কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক আসাদ উদ্দীন মোঃ আসিফ ফরিয়াদির অভিযোগের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন।
আদেশে বলা হয়েছে, গত ৭ মার্চ স্থানীয় বাজারে বিক্রি করতে আনলে আকতার কামাল নামে এক ক্রেতার কাছ থেকে মোঃ লিটন নামের এক ব্যক্তি ১৭টি গরু করেন। এর মধ্যে ১০টি নিলামের ও সাতটি ব্যক্তিমালিকানাধীন গরু। গরুগুলো ক্রয় করে নেয়ার পথে রামু ৩০ বিজিবির সদস্যরা গরুগুলো জব্দ করে। ক্রেতার বৈধ কাগজপত্র থাকলেও তা আমলে নেয়নি বিজিবি। এই ঘটনায় গরুগুলো জিম্মায় পাওয়ার জন্য ক্রেতা মোঃ লিটন আদালতে আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে আদালত আবেদনকারীর কাগজপত্র যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। তাই গরুগুলো আটকের পর তালিকা তৈরি, থানায় জিডিসহ আইনগত প্রক্রিয়া সম্মন্ন হয়েছে কিনা তা জানাতে রামু থানাও ওসিকে নির্দেশ দেন। এই বিষয়ে আগামী ১৩ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করতে ওসিকে বলা হয়েছে।
অন্যদিকে জিডি করা হোক বা না হোক আদালতের অনুমতি ব্যতিত গরুগুলোর নিলাম কার্যক্রম সম্পাদন না করতে ৩০ বিজিবির অধিনায়ককে নির্দেশ দিয়েছেন আদালত।
সংবাদ প্রকাশঃ ১১-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=