Monday, March 10, 2025
spot_img
More

    আ,লীগের মতো আবারও মুসিবত হয়ে উঠতে পারে একটি রাজনৈতিক দল-হাসনাত আবদুল্লাহ

    সিটিভি নিউজ।। নেকবর হোসেন সংবাদদাতা জানান =====
    ফ্যাসিবাদ তাড়িয়েছি, কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়। ফ্যাসিবাদ গিয়েছে, কোনো রাজনৈতিক দল আবার মুসিবত হিসেবে আসতে পারে। সে জায়গায় আমরা ফ্যাসিবাদকে যেভাবে তাড়িয়েছি! ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে ধরনের অবস্থান, যে ভাবে ছিল, এর মধ্যে কেউ যদি আবার আওয়ামীলীগ হয়ে উঠতে চায়! তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা সে ভাবেই থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

    শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পর এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বার উপজেলা সদরে স্থানীয় একটি রেস্তোরাঁয় এ দোয়া ও ইফতার মাহফিল।

    জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়া সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। এরপর আমাদের প্রাথমিক কাজ হচ্ছে দলের নিবন্ধন করা। এরপর দলের সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে। আমরা প্রথমত মনোযোগ দিচ্ছি সাংগঠনিক বিস্তারের দিকে। যেটির মধ্য দিয়ে আমরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারব। আমরা গণতান্তিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি। ইলেকট্রোরাল প্রসেসের মাধ্যমে আমাদের এগোতে হবে। আমরা অবশ্যই নির্বাচন নিয়ে পর্যালোচনা করব। তবে নির্বাচন হচ্ছে জেতার জন্য।

    দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি কামল উদ্দিনের সভাপতি, এ সময় আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, যুগান্তর পত্রিকার কুমিল্লা ব্যুরো চিফ আবুল খায়ের, গ্লোবাল টিভির কুমিল্লা প্রতিনিধি সাইফুদ্দিন রনি, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মুন্সি, নয়াদিগন্তের দেবিদ্বার প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, কালেরকন্ঠের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি শাহিন আলম প্রমুখ। এ সময় দেবিদ্বার উপজেলায় কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের উপস্থিত ছিলেন।

    দেশ সংস্কারের কাজ এখনো অব্যাহত রয়েছে বলে হাসনাত আরো বলেন, আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, সে ক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবেন। কোনো ধরনের পেশিশক্তি, কোনো ধরনের রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করবেন না। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমেই জনগণ রাজনৈতিক দলগুলোর ওপর মতামত গড়ে ওঠে। নাগরিক পার্টি যে বার্তা মানুষের কাছে পৌঁছাতে চায় আপনারা অখণ্ডিত ও বস্তুনিষ্ঠতার মধ্যে দিয়ে তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন, এটি গণমাধ্যমের কাছে আশা করছি। সংবাদ প্রকাশঃ ০৯-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments