
সিটিভি নিউজ।। আতাউর রহমান সংবাদদাতা জানান ====
ব্যস্ততম কুমিল্লা-মিরপুর সড়কের যানজট নিরসনে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে মঙ্গলবার ( ৪ মার্চ ) বিকেলে কুমিল্লা-মিরপুর সড়কের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান। পুলিশ ও আনসার সদস্যরা এতে সহযোগিতা করেন। এ সময় ইউএনও উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তার দুপাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও ভাসমান দোকান সরিয়ে দেন। সড়কে যত্রতত্র পার্কিং করা গাড়ি সরিয়ে দিয়ে পুনরায় গাড়ি যেন যত্রতত্র পার্কিং না করে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এ সময় তিনি যানজটমুক্ত ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।
জানা গেছে, উপজেলাবাসীকে যানজটের ভোগান্তি থেকে রক্ষা করতে, পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ পরিবেশে পালন ও আসন্ন ঈদুল ফিতর আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা-মিরপুর সড়কের দরিয়ারপাড়, সাহেবাবাদ, মিরপুর, মাধবপুর, নাইঘর মোড়, জিরো পয়েন্ট, সিরাজ মার্কেটের সামনেসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়া গ্রাম পুলিশদের তদারকি কঠোর ও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। কোনো ট্রাক যেন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ব্যস্ততম সড়কে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও যানজট নিরসনে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ব্যানার, মাইকিং, ও প্রচারের মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, যানজট সমস্যার ভুক্তভোগী এ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ। অথচ এ যানজট সৃষ্টির ক্ষেত্রেও অনেকেই কোনো না কোনোভাবে দায়ী। এজন্য উপজেলার যানজট নিরসনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যানজটমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। যানজট নিরসনে প্রতিনিয়ত অভিযানের পাশাপাশি সচেতনতামূলজ প্রচারণাও চালানো হবে। সংবাদ প্রকাশঃ ০৫-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=