Monday, December 9, 2024
spot_img
More

    নিজ উপজেলায় সংবর্ধিত হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

    সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন,সংবাদদাতা মুরাদনগর থেকে :==============
    নিজ জন্মভূমি কুমিল্লার মুরাদনগরে আজ সংবর্ধিত হচ্ছেন অন্তর্র্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া। এ উপলক্ষে শনিবার দুপুর ২টায় মুরাদনগর ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে মুরাদনগরবাসী। গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বক্তব্য রাখবেন। তারপর তিনি নিজ গ্রাম বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুরে যাবেন।
    আয়োজক কমিটি জানায়, কুমিল্লার গর্ব মুরাদনগরের কৃতি সন্তান জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে বিপ্লবী জনতা অংশ নিবে। এতে ব্যাপক লোকের সমাগম ঘটবে। উপদেষ্টার আগমন ঘিরে গোটা উপজেলায় সাজ সাজ রব। পোস্টারিং মাইকিংসহ ব্যাপক প্রচারণা চলছে। তরুণ এ উপদেষ্টাকে সংবর্ধনা দিতে মুখিয়ে আছেন উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ। আসিফ মাহমুদের আগমনে উচ্ছ¦াসিত ছাত্র সমন্বয়ক ও আয়োজকরা।
    সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর (শনিবার) সকালে ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার উদ্দেশ্যে বের হবেন। বিকাল ২টায় মুরাদনগর ডি, আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর পক্ষ থেকে আয়োজন করা গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন।
    উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকবেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার সচিব মোঃ নজরুল ইসলাম (রুটিন দায়িত্বে), উপদেষ্টার একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী একান্ত সচিব এবং উপদেষ্টার ব্যাক্তিগত কর্মকর্তা মোঃ মাহফুজুল হক ভূইয়াসহ সফরকালীন গানম্যান।
    মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, গনসংবর্ধনা অনুষ্ঠানে একটি কম্বল বিতরণ কমসূচিও রয়েছে। দুপুর ১২টায় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় সভা করবেন। সংবাদ প্রকাশঃ =২৯-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments