Thursday, December 26, 2024
spot_img
More

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটি গঠিত

    সিটিভি নিউজ।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মুহাম্মদ সাকিব হুসাইন এবং সদস্য সচিব হিসেবে জিয়া উদ্দিন মো. রুবেলকে দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল ২২ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি ঢাকা এর আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে আরো যারা রয়েছেন তারা হলেনঃ==
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেইজে নামের তালিকা প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে, কুমিল্লা জেলার এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
    কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মুহাম্মদ সাকিব হুসাইন, সদস্য সচিব হিসেবে আছেন জিয়া উদ্দিন মোঃ রুবেল। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে আরাফ ভূইয়া এবং মুখপাত্র হিসেবে মোঃ জাহিদুল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে।
    আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন জানান, কমিটিতে কুমিল্লার ১৭টি উপজেলার সদস্য রাখা হয়েছে। জেলার আহ্বায়ক কমিটিতে ২৯৭ জন সদস্য রাখা হয়েছে।
    আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সদস্য সচিব জিয়া উদ্দিন মোঃ রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
    পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:
    আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন, যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান-মনোহরগঞ্জ, সাখাওয়াত শাওন-চৌদ্দগ্রাম, মহিউদ্দিন খান মাহি-আদর্শ সদর, কাজী নাছির-দেবিদ্বার, মোঃ ইকবাল-আদর্শ সদর, মোঃ সাব্বির আহমেদ-বুড়িচং, মোঃ শরীফ হোসাইন-লালমাই, মোঃ দেলোয়ার হোসেন-ব্রাহ্মণপাড়া, শাকিল আহম্মদ-বুড়িচং, মোঃ মাসুদ আলম-ব্রাহ্মণপাড়া, নূরে আফসার সাকিল-মনোহরগঞ্জ, আব্দুল কাহার শামীম-মনোহরগঞ্জ, আল-আমিন হোসেন হৃদয়-সদর দক্ষিণ, তারেক রহমান-আদর্শ সদর, জামিলুর রহমান তানিম-বুড়িচং, মোঃ তারেক মাহমুদ-ব্রাহ্মণপাড়া, মেহেদী হাসান অপু-বুড়িচং, সাব্বির মজুমদার-সদর দক্ষিণ, মোঃ ছফিউল্লাহ-দেবিদ্বার, মোঃ ইয়াসিন হোসেন-আদর্শ সদর, সজিব আহমেদ-সদর দক্ষিণ, আবুল কাশেম অভি-চান্দিনা, সোহাগ খান অপু-দেবিদ্বার, এ.বি রোপন-দেবিদ্বার, আবু হানিফ-চান্দিনা, ওমর আহমেদ আকাশ-সদর দক্ষিণ, সদস্য সচিব-জিয়া উদ্দিন মোঃ রুবেল, যুগ্ম-সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু-দেবিদ্বার, তোফায়েল আল মামুন-লাকসাম, মোঃ ইয়াসিন-মনোহরগঞ্জ, মাহামুদুল হাসান জিহাদ-মনোহরগঞ্জ, জিল্লুর রহমান-দেবিদ্বার, জহিরুল ইসলাম-দেবিদ্বার, শিপলু আহমেদ-সদর দক্ষিণ, তারেকুল ইসলাম পিয়াস-বুড়িচং, বি.এম সুমন-সদর দক্ষিণ, শাহাদাত তানবির রাফি-চৌদ্দগ্রাম, মামুন মজুমদার-চৌদ্দগ্রাম, আরিফুর রহমান রনি-লালমাই, হাসিবুর ইসলাম নাহিন-বরুড়া, মুসাকিন হাসনাত-বরুড়া, নিলিমা হেনু খাদিজা-ব্রাহ্মণপাড়া, মোঃ রাকিবুল ইসলাম-সদর দক্ষিণ, খন্দকার মোরসালিন হোসেন-সদর দক্ষিণ, মোঃ অনিক-আদর্শ সদর, আব্বাস উদ্দিন-সদর দক্ষিণ, আফসানা আলম ইমা-আদর্শ সদর, আফসারুল হক ইথার-ব্রাহ্মণপাড়া, মিনহাজ আখন্দ শিহাব-আদর্শ সদর, মুখ্য সংগঠক আরাফ ভূঁইয়া-আদর্শ সদর, সংগঠক বিল্লাল হোসেন-নাঙ্গলকোট, মোশারফ হোসেন রাসেল-মনোহরগঞ্জ, মোঃ সাফায়েত জামিল-আদর্শ সদর, আহমেদ আব্দুল্লাহ তারেক-আদর্শ সদর, রিয়াদ হোসেন-আদর্শ সদর, মোঃ শাকিল-ব্রাহ্মণপাড়া, রায়হানুল বারি রাসেল-লাকসাম, ওমর ফারুক-মনোহরগঞ্জ, সাব্বির আহমেদ-মুরাদনগর, মোঃ নাদিম-আদর্শ সদর, মাহামুদুল হাসান নয়ন-ব্রাহ্মণপাড়া, এম, কে.এইচ নিয়াদ সিদ্দিকী- বুড়িচং, ফারহা এমদাদ- আদর্শ সদর, শরীফ হাসান-বুড়িচং, জাহান্নাতুল জান্নাত-সদর দক্ষিণ, মোঃ জোবায়ের হোসেন-সদর দক্ষিণ, শাহপরাণ আসিফ-মুরাদনগর, আহমেদ বাদল-বি-পাড়া, সুনতাসির হাসান মিয়াদ-দেবিদ্বার, মু. মহিবুল্লাহ-বুড়িচং, সালমানুর রহমান-বুড়িচং, তৌফিকুল ইসলাম সরকার-ব্রাহ্মণপাড়া, তাসনিমুল হাসান-আদর্শ সদর, শরিফুল ইসলাম রাকিব-সদর দক্ষিণ, সাজ্জাদ হোসেন-সদর দক্ষিণ, মোঃ ইউসুফ-মুরাদনগর, মোঃ মহিনুল আলম- বরুড়া, মোঃ শাকিল- ব্রাহ্মণপাড়া, আব্দুল আউয়াল রবিন-বুড়িচং, মোঃ আরিফুল ইসলাম-বি-পাড়া, মোঃ নাজমুল হাসান-ব্রাহ্মণপাড়া, মুখপাত্র মোঃ জাহিদুল ইসলাম সরকার- আদর্শ সদর, সদস্য জাহিদুল হাসান- ব্রাহ্মণপাড়া, আল-হালিম রাফি- লাকসাম, হাসানুজ্জামান শাকিল- ব্রাহ্মণপাড়া, হোসাইন ইসলাম রনি- মনোহরগঞ্জ. তরিকুল হক- বরুড়া, মোঃ ইমন মিঞা-আদর্শ সদর, মেহেদী হাসান-দেবিদ্বার, আহনাফ বিন সাদেক-আদর্শ সদর, আফজাল হোসেন-দেবিদ্বার, ইমতেহাদুল হক চৌধুরী-আদর্শ সদর, র‌্যাইয়ান ফারিব-আদর্শ সদর, সুমন মজুমদার-সদর দক্ষিণ, মোঃ সফিউল আলম চৌধুরী-চৌদ্দগ্রাম, আহমেদ বাদল-ব্রাহ্মণপাড়া, সাজ্জাদ হোসেন-সদর দক্ষিণ, কাউসার আহমেদ-ব্রাহ্মণপাড়া, জাকির হোসেন হৃদয়-লাকসাম, তানজিমুল ইসলাম- ব্রাহ্মণপাড়া, ফয়সাল আহমেদ-লাকসাম, আব্দুল্লা আল জোবায়ের-বুড়িচং, মোঃ সিফাত-সদর দক্ষিণ, নাসির আহমেদ-বুড়িচং, মিজানুর রহমান-দেবিদ্বার, সরকার সাকিব-দেবিদ্বার, মুজাহিদুল ইসলাম-দেবিদ্বার, আবু সাইদ-দাউদকান্দি, ইয়াসিন আহমেদ সিয়াম-মুরাদনগর, মঞ্জুর আলী রাজ-বুড়িচং, মহিউদ্দিন সরকার-চান্দিনা, নাহিমুজ্জামান-বরুড়া, সালমানুর রহমান-বুড়িচং, মোঃ মহিনুল আলম-বরুড়া, রবিউল আউয়াল-বুড়িচং, তারেকুল ইসলাম পিয়াস-বুড়িচং, জাকির হোসেন-বুড়িচং, জান্নাতুল ইসলাম মেঘলা-দেবিদ্বার, মোঃ জোবায়ের-বুড়িচং, শাহিদা আক্তার-নাঙ্গলকোট, মুহতাদির জারিফ সিক্ত-দেবিদ্বার, শফিউল আলম-চৌদ্দগ্রাম, মোঃ সিয়াম ইসলাম-দেবিদ্বার, আসলাম সিদ্দিকী-আদর্শ সদর, আমিনুল ইসলাম হৃদয়-দেবিদ্বার, মিনহাজ ইশতি-সদর দক্ষিণ, ফারজানা হ্যাপি-বরুড়া, আবু তালহা-মেঘনা, উর্মিলা প্রীতি-আদর্শ সদর, আব্দুল্লা আল জোবায়ের-ব্রাহ্মণপাড়া, ইমরান হোসেন মোল্লা-দেবিদ্বার, ছোটন মিয়া-আদর্শ সদর, সাইফুল ইসলাম-দেবিদ্বার, মেহেদী হাসান-দেবিদ্বার, তানজিম রহমান-দেবিদ্বার, আব্দুল্লা আল শিহাব-বরুড়া, মোঃ ইয়াসিন-দেবিদ্বার, আশিকুরজ্জামান সজিব-লাকসাম, মেহেদী হাসান অনিক-লাকসাম, শফিউল আলম-চৌদ্দগ্রাম, সায়মন ইসলাম নোমান-নাঙ্গলকোট, কামরুল হাসান শাহাদাত-লাকসাম, মাসুম ভূঁইয়া-দাউদকান্দি, আল-আমিন-লাকসাম, ফখরুউদ্দিন রাঝি-আদর্শ সদর, মেহেদী হাসান শিহাব-লাকসাম, নাজমুল হাসান বোকারী-লাকসাম, মোঃ সায়েদুল ইসলাম শাওন-সদর দক্ষিণ, মোঃ মাজারুল ইসলাম হৃদয়-সদর দক্ষিণ, নেছার উদ্দিন-লাকসাম, মাজারুল ইসলাম ফাহিম-লাকসাম, মোঃ তাহসিন আহমেদ-সদর দক্ষিণ, আল-আমিন হোসেন রাফি-মনোহরগঞ্জ, মাজাহারুল ইসলাম-মনোহরগঞ্জ, নাজিম উদ্দিন-সদর দক্ষিণ, মোঃ শাহরুখ হাসান-সদর দক্ষিণ, জোবায়ের হোসেন রনি-মনোহরগঞ্জ, শাহাদাৎ হোসেন শান্ত-মনোহরগঞ্জ, মোঃ জহিরুল ইসলাম আসিফ-সদর দক্ষিণ, আব্দুল্লা আল মামুন-নাঙ্গলকোট, মোঃ আব্দুল হামিম তানবির-সদর দক্ষিণ, সাকিব রায়হান- নাঙ্গলকোট, মেহেরাজ আহমেদ-আদর্শ সদর, রাজিব হোসেন-নাঙ্গলকোট, মোঃ ফেরদৌস-চৌদ্দগ্রাম, আব্দুর রাজ্জাক-নাঙ্গলকোট, জাহিদুল ইসলাম-চৌদ্দগ্রাম, আব্দুল আজিজ-চৌদ্দগ্রাম, ইখতিয়ার ইসলাম-নাঙ্গলকোট, রাকিবুল হাসান-নাঙ্গলকোট, মোঃ সাব্বির হোসেন-বুড়িচং, মোঃ সজিব-লালমাই, নকিব হোসেন-লালমাই, মোঃ শাহরিয়ার ফাহিম-চৌদ্দগ্রাম, মোঃ শাহিন-লালমাই, সায়মন হোসেন-লালমাই, মনির হোসেন-সদর দক্ষিণ, ফয়সাল আহমেদ-লালমাই, মাহমুদা আক্তার মুনমুন-আদর্শ সদর, আব্দুল্লা আল ইমন- লালমাই, মোঃ শাহাদাত হোসেন সোহেল-মনোহরগঞ্জ, নুরুল আমিন সময়-বরুড়া, নাজমুল হাসান- লালমাই, উম্মেহানি- আদর্শ সদর, মোঃ সোহাগ-লালমাই, সাইফুল ইসলাম-দাউদকান্দি, কামরুল হাসান-সদর দক্ষিণ, শরিফুল ইসলাম অনিক-মুরাদনগর, বাইজিদ বোস্তামি-লালমাই, মোঃ মাহবুবুল ইসলাম-লালমাই, ফয়সাল আহমেদ-সদর দক্ষিণ, এম.এ.এ মাহির ভূঁইয়া-আদর্শ সদর, আরিফুল ইসলাম-সদর দক্ষিণ, রবিউল ইসলাম তাওসিফ-সদর দক্ষিণ, মোঃ মাহমুদ-লালমাই, আব্দুর রহিম-দাউদকান্দি, নূর মোহাম্মদ-তিতাস, আমিনুল ইসলাম-তিতাস, আবু বক্কর-তিতাস, আসরাফ অভি-তিতাস, রবিন মিয়া-তিতাস, নাফি মুন্সি-তিতাস, মোঃ মোশারফ হোসেন-চান্দিনা, মোঃ রাব্বি-চান্দিনা, রাসেল খান-চান্দিনা, মোঃ রহমতউল্লাহ শাওন-চান্দিনা, সাখাওয়াত অভি-বরুড়া, শরিফুল ইসলাম অনিক-মুরাদনগর, ফয়সাল ইকবাল-মুরাদনগর, আবু বক্কর সিদ্দিক-সদর দক্ষিণ, মোঃ মাসুদ আলম-নাঙ্গলকোট, সিয়াম মজুমদার-সদর দক্ষিণ, জামিল হোসেন রনি-নাঙ্গলকোট, রাসেল হামিদ-নাঙ্গলকোট, শাহিদা জাহান-ব্রাহ্মণপাড়া, তাহসিন ভূঁইয়া-ব্রাহ্মণপাড়া, বোস্তামী-বুড়িচং, জুয়েল হোসেন-বরুড়া, নজির আহমেদ নোবেল-নাঙ্গলকোট, দিলআফরুজ কলি-আর্দশ সদর, আব্দুল আজিজ-চৌদ্দগ্রাম, মোঃ রাব্বি-চান্দিনা, মহিউদ্দিন সরকার-চান্দিনা, সায়েদুল ইসলাম সায়মন-আর্দশ সদর, শাহরিয়ার খান-আর্দশ সদর, সোহান খান সুজন-আর্দশ সদর, মুসফিকুর রহমান রাফি-মেঘনা, মোঃ আল-আমিন-মেঘনা, সাকিব হোসাইন-তিতাস, মোঃ ইউনুস-হোমনা, সায়েদুল হাসান-হোমনা, আব্দুর রহিম-হোমনা, সাব্বির আহমেদ-দাউদকান্দি, মোস্তফা মাহি শাহরিয়ার-চান্দিনা, মাহামুদুল হাসান তাহসিন-চান্দিনা, মারুফ হোসেন-মনোহরগঞ্জ, রাশেদ রিয়াদ-মনোহরগঞ্জ, ইব্রাহিম খলিল-সদর দক্ষিণ, ইমফেহাদুল হক চৌধুরী-আদর্শ সদর, পলাশ আহমেদ-বুড়িচং, আসিকুর রহমান-দেবিদ্বার, মহিনুল আলম-বরুড়া, আরমান উদ্দিন-নাঙ্গলকোট, মেহেদী হাসান-দেবিদ্বার, নাহিদুল নাইম-মুরাদনগর, শফিউল আলম-চৌদ্দগ্রাম, মাসুম ভূঁইয়া-চৌদ্দগ্রাম, সায়মন ইসলাম-আদর্শ সদর, নাজমুল ইসলাম-আদর্শ সদর, জাহিদুল ইসলাম-চৌদ্দগ্রাম, রাসেল হামিদ-নাঙ্গলকোট, সাইদা জাহান-আদর্শ সদর, আদনান সামি-বুড়িচং, এম.কে.এইচ নিহাদ সিদ্দিকী-বুড়িচং, জিসান আহমেদ ফয়সাল-বুড়িচং, খান তুহিন-ব্রাহ্মণপাড়া, মিনহাজ্ব আকন্দ শিহাব-ব্রাহ্মণপাড়া, মোঃ আরিফুল ইসলাম আকাশ-বুড়িচং, মোঃ রিয়াজুল ইসলাম-বুড়িচং, হাসান কবির-আর্দশ সদর, রাসেদুল ইসলাম সামি-বুড়িচং, মোঃ আবু ইউসুফ-ময়নামতি, মোঃ খোরসেদ আলম-বরুড়া, তাহরিন ইসলাম তনয়-বুড়িচং, হৃদয় হাসান-ব্রাহ্মণপাড়া, প্রসেনজিত কর-ব্রাহ্মণপাড়া, মোঃ খায়েরুল আলম খান-ব্রাহ্মণপাড়া, মাহামুদুল হাসান-ব্রাহ্মণপাড়া, মোঃ আরিফুল ইসলাম-ব্রাহ্মণপাড়া, মোঃ নাজমুল হাসিব বিন খায়ের-আদর্শ সদর, আফজাল হোসেন রিয়াজ-লালমাই, সাজ্জাদ হোসেন চৌধুরী-আদর্শ সদর, মোঃ আব্দুল্লা আল ফাতির-সদর দক্ষিণ, রবিউল হাসান সানি-আদর্শ সদর, জিহাদুর রহমান ইমতিয়াজ-আদর্শ সদর, ইকরামুল্লা শরিফ-সদর দক্ষিণ, ফজলে মোঃ তসলিম-সদর দক্ষিণ, শিমুল হোসেন-সদর দক্ষিণ, মোঃ কবির হোসেন-লালমাই, মোঃ আব্দুল্লা আল মামুন-লালমাই, সজল আহমেদ-হোমনা, মোঃ মিনহাজ-দাউদকান্দি, মোঃ সাব্বির খান-দাউদকান্দি, মোঃ ইব্রাহিম-তিতাস, শাকিল প্রধান-দাউদকান্দি, সাব্বির আহমেদ শুভ-দাউদকান্দি, আব্দুল্লা আল ফাহাদ-চৌদ্দগ্রাম, সায়েদুল আরাফাত-চৌদ্দগ্রাম, ইয়াকুব মোল্লা-চৌদ্দগ্রাম, সাইফুল ইসলাম-দাউদকান্দি, বি.এম শাহী জাহান আসিফ-বরুড়া, রাব্বি সরকার রবিন-দাউদকান্দি, মোঃ কামরুল হাসান-হোমনা, মোঃ নাদিম-মেঘনা। সংবাদ প্রকাশঃ =২৩-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments