Sunday, December 22, 2024
spot_img
More

    বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় নগদ অর্থ ও হাউজিন কিট বিতরণ

    সিটিভি নিউজ।। প্রেস রিলিজ ।। এইড-কুমিল্লার আয়োজনে এবং Christian Aid Bangldesh ও START FUND BANGLADESH এর সহযোগিতায় Emergency Flood Response Supporting Communities in Cumilla Bangladesh প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় বহুমুখী কাজের জন্য নগদ অর্থ ও হাউজিন কিট বিতরণ করা হয়। কুমিল্লা জেলার সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ (বুড়িচং, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ ,লাকসাম ) উপজেলার ৮টি ইউনিয়নে নগদ অর্থ ও হাইজিং কিট বিতরণ করা হয়। ৬ সেপ্টেম্বর
    মনোহরগঞ্জ উপজেলাৱ বাইশগাও ইউনিয়নে ১১৩ পরিবার ও ১০ সেপ্টেম্বর সরসপুর ইউনিয়নে এ ১১৯পরিবার, ৭ সেপ্টেম্বর
    বুড়িচং উপজেলাৱ বাকশিমূল ইউনিয়নে ১১৬ পরিবার , ১১ সেপ্টেম্বর রাজাপুর ইউনিয়নে ১২৭ পরিবার, ৮ সেপ্টেম্বর
    লাকসাম উপজেলাৱ উত্তর মোদাফফরগঞ্জে ৯৮ পরিবার ও দক্ষিণ মুদফফরগঞ্জে ১১৬টি পরিবার, ১২ সেপ্টেম্বর চৌদ্দগ্রাম উপজেলাৱ আলকরা ইউনিয়নে ১১৩ পরিবার, ও ১২ সেপ্টেম্বর গুনবতী ইউনিয়নে ১১৩ পরিবারসহ মোট ৯১৫ পরিবার কে নগদ অর্থ ৬০০০ টাকা এবং ১টি কৱে হাইজিন প্যাকেট বিতরণ করা হয় এবং ১৬০ পরিবারে গোখাদ্য বিতরন করা হয়।
    বাকশিমূল ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
    সরসপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা । সভাপতিত্ব করেন এইড কুমিল্লাৱ নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী। বক্তব্য রাখেন Christian Aid Bangldesh এৱ প্রতিনিধি সিনিয়র ফিন্যান্স অফিসার মিজানুর রহমান, একউন্টিবিলিটি এন্ড সেফগাডি©s কোর্ডিনেটর, দেলোয়ার নয়ন, প্রজেক্ট সাপোর্ট অফিসার ছন্দা রানী।সংবাদ প্রকাশঃ =১৪-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments