Thursday, October 10, 2024
spot_img
More

    কুমিল্লার আলেখারচরে হামলার ঘটনার মামলায় হাজীবাহার,সূচিসহ ১৫৩ জন আসামী

    সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদন–=== বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গণ আন্দোলনের সময় কুমিল্লার আলেখারচরে সশস্ত্র হামলা ও গুলিতে ছাত্র জনতাকে আহত করার ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ অন্তত ১৫৩ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২০০/২৫০ জনের বিরুদ্ধে ত্রাশ সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে মারধর ও গুলি বর্ষণের মাধ্যমে জখম করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার কুমিল্লার কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। কুমিল্লার চৌদ্দগ্রামের আমজাদনগরের গোরাগোরা গ্রামের গোলাম হোসেন মজুমদারের ছেলে তানভীর হোসেন মজুমদার (২৫) বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
    মামলায় অভিযোগ করা হয়, আলেখারচর বিশ্বরোডে যাওয়া মাত্র সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাহসীন বাহার সূচনার হুকুমে অন্যান্য বিবাদীরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে শর্টগান, রিভলভার, পিস্তল, এলজি, ককটেল, দা-ছেনি, লাঠি, হকিষ্টিকসহ দেশীয় ও বিদেশী অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, ত্রাস ও জনমনে আতংক সৃষ্টির উদ্দেশ্যে নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যার হীন মতলবে অতর্কিত আক্রমণ করে ত্রাসের সৃষ্টি করে। আসামী আলমগীর হোসেন তার হাতে থাকা সর্টগান দিয়ে ১ নং স্বাক্ষী মোঃ বায়োজিদ বোস্তামিকে লক্ষ্য করে গুলি করলে তা তার দুই পায়ে পড়ে মারাত্মক জখম হয়। বিবাদী আবদুল্লাহ আল মাহমুদ সহিদ তার হাতে থাকা শর্টগান দিয়ে ২ নং স্বাক্ষী আসলাম সিদ্দিকীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে গুলি করলে সে গুলি তার পিঠে মাথায়, মুখে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্নক জখম হয়। আসামী কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদের শর্টগানের গুলিতে সাক্ষী হাবীবুল বাশারের মাথায় ও হাতে গুলিবিদ্ধ হয়। আসামী সালেহ আহমেদ রাসেলের শর্টগানের গুলিতে স্বাক্ষী তরিকুল ইসলামের হাতে মুখে ও গলায় মারাত্মক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসামী রফিকুল ইসলাম হিরার হাতে থাকা শর্টগানের গুলিতে বাদি তানভির হোসেন মজুমদারের মাথায় গলায় বাম হাত বাম পায়ে মারাত্নক জখম প্রাপ্ত হন।
    মামলায় যাদের আসামী করা হয় তারা হলেন-
    ১.আ.ক.ম বাহাউদ্দিন বাহার (৬৫), পিতাঃ মৃতঃ মোঃ আব্দুস সালাম, সাং-মুন্সেফ বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা কুমিল্লা
    ২. তাহসীন বাহার সূচনা (৪০), পিতাঃ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সাং- মুন্সেফ বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ।
    ৩. আতিক উল্লাহ খোকন (৬০), মহানগর আওয়ামীলীগ সেক্রেটারী, পিতা: মৃত: নুরুল ইসলাম,সাং-ঝাউতলা,থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৪. বিশ্বজিৎ বল বসু (৫২), পিতা: মৃত: রনজিৎ বল বসু, সাং- গাংচর, পানপট্টি, কোতয়ালী, কুমিল্লা,
    ৫. জহির কামাল (৫২), পিতাঃ মৃতঃ আলী নওয়াব মিয়া, সাং- দক্ষিণ ঠাকুর পাড়া, ৮নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৬. আবুল হোসেন ছোটন (৪১), পিতাঃ আবুল কাশেম, সাং- বিষ্ণুপুর মৌলভী পাড়া ১নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৭. মুফাসসির হোসেন রবিন (৪০), পিতাঃ শানু মিয়া, সাং- বিষ্ণুপুর মধ্যমপাড়া, কোতয়ালী, কুমিল্লা,
    ৮. অভি (৩৫), পিতাঃ ইট কামাল, সাং- বিষ্ণুপুর মধ্যমপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৯. আমজাদ হোসেন পাভেল ওরফে মাওরা পাভেল (৪০), পিতাঃ বাবুল মিয়া, সাং- চানপুর শুভপুর, পিতাঃ সাং- সদর দক্ষিন উপজেলা ভাইস চেয়ারম্যান, কুমিল্লা
    ১০. রাসেল (৪৪), সাং- ঠাকুরপাড়া ৮নং ওয়ার্ড (মদিনা মসজিদ), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১১. নূর মুহম্মদ সোহেল (৩৫) ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মহানগর, পিতাঃ অজ্ঞাত, সাং- থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১২.জিয়াউল হাসান চৌধুরী সোহাগ (৪০), পিতাঃ মোঃ শাহজাহান চৌধুরী, সাং- চরানল, থানাঃ বুড়িচং, বর্তমানে, গোমতী রিভারভিউ, কাপ্তানবাজার, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা
    ১৩. এ এম এম মহিন (৪২), পিতাঃ আব্দুর রশিদ, সাং- খয়রাবাদ, (গঙ্গামন্ডল), থানাঃ দেবিদ্বার, বর্তমানে, আনোয়ার হাউজিং, শাসনগাছা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১৪. মোঃ খোরশেদ আলম (৫৫), পিতাঃ মোঃ আব্দুল খালেক, সাং- শান্তিমহল, গর্জনখোলা, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ।
    ১৫. রফিকুল ইসলাম হিরা (৫৫), পিতাঃ মৃতঃ মোঃ আনু মিয়া, সাং- উত্তর লাকসাম,থানাঃ লাকসাম, বর্তমানে, জি-৭ কসবা হাইজ, রাণীর দিঘী উত্তর পাড়, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১৬. আলমগীর হোসেন (সাবেক কাউন্সিলর)(৫২), পিতাঃ সুলতান আহমেদ, চাঙ্গিনী, সদর দক্ষিণ, কুমিল্লা।
    ১৭. তোফাজ্জল হোসেন (৪৭), পিতাঃ সুলতান আহমেদ, চাঙ্গিনী, সদর দক্ষিণ, কুমিল্লা।
    ১৮. বেলাল হোসেন (৪২) পিতাঃ সুলতান আহমেদ, চাঙ্গিনী, সদর দক্ষিণ, কুমিল্লা।
    ১৯. গুলজার হোসেন (৬০), পিতাঃ সুলতান আমদ, চাংগীনি, থানার সদর দক্ষিণ , কুমিল্লা
    ২০. নাজমুল হাসান আলিফ (৩৩), পিতাঃ গোলজার হোসেন, চাংগীনি, থানাঃ সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা
    ২১. তানভীর হোসেন (২৬), পিতাঃ গোলজার হোসেন, সাং- চাংগীনি, থানাঃ সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ২২. মাহাবুব আলম (৫০), পিতাঃ মৃতঃ রতন মিয়া, গাং- গুজির দিঘির পাড়, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ২৩. আব্দুল হাই বাবলু (৫৫), পিতাঃ অজ্ঞাত, সাবেক উপজেলা চেয়ারম্যান, সদর দক্ষিণ উপজেলা, ভোলা-কুমিল্লা,
    ২৪. আমিনুল ইসলাম টুটুল (৫৪), পিতাঃ রফিকুল ইসলাম, সাং- ধর্মপুর, সদর উপজেলা চেয়ারম্যান, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ২৫. কাজী শাকিল উদ্দিন আহমেদ (৪৫), পিতাঃ মৃতঃ কাজী গিয়াস উদ্দিন আহমদ, সাং- সদর হাসপাতাল রোড, মনোহরপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ২৬. আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ ওরফে চিকা শহীদ (৪৮), (যুবলীগ আহবায়ক কুমিল্লা মহানগর), পিতাঃ মেতু মিয়া, সাং- মুরাদপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ২৭. মোঃ জহিরুল ইসলাম রিন্টু (৪৫), স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, পিতাঃ মৃতঃ সিরাজুল ইসলাম, সাং- ইসলামপুর রোড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ২৮. সাদিকুর রহমান পিয়াস (স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারী) (৪০), পিতাঃ জুলু মিয়া, সাং- ঝাউতলা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ২৯. জমির উদ্দিন খান জম্পী (৬০), পিতাঃ অজ্ঞাত, ৩০২/১ বাগিছাগাঁও, কোতয়ালী, কুমিল্লা,
    ৩০. গোলাম সারওয়ার শিপন (৪৫), পিতাঃ শাহীন মিয়া, সাং- ২নং ওয়ার্ড কাউন্সিলর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৩১. সৈয়দ রায়হান (৪৫), পিতাঃ আবির আহমেদ ফটু, সাং- মোগলটুলী, কোতয়ালী, কুমিল্লা,
    ৩২. মোশারফ হোসেন মুন (৩৭) ছাত্রলীগ সেক্রেটারী, পিতাঃ আদম আলী, সাং- ২১ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা,
    ৩৩. আব্দুল আজিজ সিহানুক (৩৭), সাবেক ছাত্রলীগ আহবায়ক, পিতাঃ মৃতঃ হেলাল উদ্দিন, সাং- মুন্সেফ বাড়ী, মসজিদের পশ্চিমে, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা,
    ৩৪. আব্দুর সাত্তার (৪৫), পিতাঃ মন্টু মিয়া, কাউন্সিলর ২৬ ওয়ার্ড কুমিল্লা মহানগর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা,
    ৩৫. আবুল হাসান (৪৫), পিতাঃ আনু মিয়া, কাউন্সিলর ২৭ ওয়ার্ড কুমিল্লা মহানগর, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা,
    ৩৬.মুরাদ মিয়া (৪৫), পিতাঃ খলিলুর রহমান ড্রাইভার, সাং- কালিয়াজুরি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা,
    ৩৭. হাবিবুর রহমান আল আমিন সাদী (৪৫), পিতাঃ বকু মিয়া, সাং- ১১ নং ওয়ার্ড কাউন্সিলর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা
    ৩৮. কাজী মোজ্জামেল (৪৫), পিতাঃ অজ্ঞাত, ৪নং আমড়াতলী ইউনিয়ন চেয়ারম্যান, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৩৯. আব্দুল্লাহ আল মামুন (৩৮), পিতাঃ অজ্ঞাত, সাং- ৬নং জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যান, কোতয়ালী, কুমিল্লা,
    ৪০. শফিউল বাশার (৪৫), পিতাঃ টুকু মিয়া, সাং- জালুয়াপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৪১.আব্দুল্লাহ কাইয়ুম (৩৬), পিতাঃ- শানু মিয়া, ধানমন্ডি রোড, ৩ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৪২. আব্দুল হালিম (৪৫), পিতা ঃ আব্দুল মালেক, গ্রাম : কচুয়া, সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ৪৩. মনির হোসেন (৪২), পিতাঃ মৃতঃ অছি মিয়া, গ্রামঃ কচুয়া, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ৪৪: আনিছুর রহমান (৫২), পিতা-অজ্ঞাত, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর,সিটি কর্পোরেশন,থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা ।
    ৪৫. মোঃ আবু হানিফ (৩৫), পিতাঃ আঃ হালিম, সাং- কোটবাড়ি, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ৪৬. ফারুক (৪২), পিতাঃ অনাত, (কাঠেরপুল), কোতয়ালী, কুমিল্লা,
    ৪৭. সম্পদ সাহা (৪৭), পিতাঃ তপন সাহা, সাং- তপুর, ভোলা- কোতয়ালী, জেলা-কুমিল্লা।
    ৪৮, মোঃ শরমিন (৪২), পিতাঃ সুন্দর আলী (কুটু মিয়া), গা- শুভপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৪৯. ইয়াছিন (৪৬), পিতাঃ সেকান্দর আলী, সাং- বিষ্ণুপুর মধ্যপাড়া, থানা-কোতয়ালী মডেল, ডোলা-কুমিল্লা।
    ৫০. আখতার হোসেন (৫৩), পিতা- মৃতঃ আনুমিয়া, সাং- বিষ্ণুপুর মধ্যপাড়া, থানা- কোতয়ালী মডেল, ভোলা-কুমিল্লা।
    ৫১. জোবায়ের হোসেন (৪৯), পিতাঃ বাবুল, সাং- হাজী বাড়ী, থানা-সদর দক্ষিন, কুমিল্লা,
    ৫২. আকতার হোসেন সুজান (৫৪), পিতাঃ মৃতঃ আবুল কাশেম, সাং- শুভপুর, ১৯৫/২, থানা-কোতয়ালী মডেল, ভোলা- কুমিল্লা ।
    ৫৩. সরোয়ার জাহান বাদল (৪৮), পিতাঃ অজ্ঞাত, সাং চাংগীনি, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ৫৪. সাদেকুর রহমান (৫২), পিতাঃ মৃত বন্দে আলী, সাং- শ্রীবল্লবপুর, থানা- সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ৫৫. গাজী কামাল (৪৩), পিতাঃ আলী আশ্রাফ, সাং- চাঙ্গিনী উত্তর মোড়, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ৫৬. শাহজালাল আলাল (৩৫), পিতাঃ আলী হোসেন, সাং- চাঙ্গিনী উত্তর মোড়, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ৫৭. জামাল হোসাইন ভূঁইয়া (২৫), কার্যকরী সদস্য ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি,ব্যবস্থাপনা বিভাগ, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৫৮. সালেহ আহমেদ রাসেল (৪৫), যুব ক্রিড়া সম্পাদক, পিতা ঃ মৃতঃ সেকান্দার আলী মাষ্টার, সাং- জামিরা, থানাঃ লালমাই, বর্তমান সাং- ঠাকুরপাড়া (আলিফ টাওয়ার, মদিনা মসজিদ), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৫৯. নাইমুল হক হিমেল (৩৫), পিতাঃ মৃতঃ আশ্রাফ কন্ট্রাক্টর, সাং- বাদুরতলা (মসজিদ গলি) থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ।
    ৬০. সরকার মাহমুদ জাবেদ (৪৫) পিতাঃ মৃতঃ এড.আব্দুর রউফ, সাং- ৩নং ওয়ার্ড কাউন্সিলর, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ।
    ৬১. আমিনুল ইকরাম (৪৩), পিতাঃ রেজাউল করিম ওরফে রমজান মিয়া, সাং- মাষ্টার ভিলা, চানপুর শুভপুর, সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিলর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৬২. নাজমুল হাসান শাওন (৪৮), পিতাঃ মৃতঃ রতন মিয়া, সাং- শাকতলা, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ৬৩. আহম্মেদ নিয়াজ পাভেল (৪৫), পিতাঃ মৃতঃ আলী মিয়া, সাং- সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা,
    ৬৪. মহব্বত আলী (৪৮), পিতাঃ মৃত আবদুল আজিজ, সাং- পাইকপাড়া, থানাঃ লাকসাম, জেলা- কুমিল্লা,
    ৬৫. রহিম আলী (৪৫), পিতাঃ মৃতঃ সুজা মিয়া, সাং- রাজঘাট, বেপারীপাড়া, থানাঃ লাকসাম, জেলা-কুমিল্লা,
    ৬৬. কামরুজ্জামান শামীম (৩০), পিতাঃ জাফর আহম্মেদ, সাং-ঝলম, থানাঃ মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা,
    ৬৭. আলী আক্কাছ (৩৮), পিতাঃ হানিফ মিয়া, সাং- ঝলম, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা,
    ৬৮. আমজাদ হোসেন বিপ্লব (৩০), পিতাঃ জাহাঙ্গীর আলম, সাং-আশিরপাড়, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা,
    ৬৯. আমীরুল ইসলাম (৩৫) পিতাঃ নুরুল ইসলাম সাং পোমগাঁও, থানাঃ মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা,
    ৭০. আবু হেনা বিন মোস্তফা (৩৮), পিতাঃ অজ্ঞাত, সাং- শাসনগাছা, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা,
    ৭১.দিদারুল হক আকাশ (৩৭), পিতাঃ অজ্ঞাত, সাং- দক্ষিণ চর্থা, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা,
    ৭২. শরীফুল ইসলাম (৪২), (সাংগাঠনিক সম্পাদক মহানগর ছাত্রলীগ), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা,
    ৭৩. সৈয়দ মুহাম্মদ পারভেজ ওরফে চুড়ি পারভেজ (৪০), পিতাঃ মৃতঃ আব্দুর রশিদ, সাং- শুভপুর (গাংগের নামা), থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা।
    ৭. এনামুল কবির (৫২), পিতাঃ আবিদ আলী, সাং- বাদশা মিয়া বাজার, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা,
    ৭৫. নান্টু মল্লিক (৪২), (আমিমুল ইকরামের নির্বাচনে ব্যবহৃত আগ্নোমা তার কাছে আছে), পিতার স্বপন মল্লিক, – গুয়পুর (গাংগের নামা), থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ।
    ৭৬. হাসান রাফি রাজু (৩৭), ৫নং পাচথুবি ইউনিয়ন চেয়ারম্যান, পিতাঃ মৃতঃ আব্দুল হালিম, সাং- ইটাল্লা, ৫নং পাচথুবি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৭৭. মোঃ ইকবাল হোসেন মাস্টার (৪২), পিতাঃ আব্দুল ওহাব, সাং- পশ্চিম ইটাল্লা, পাচথুবী ইউনিয়ন, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৭৮. ইকবাল হোসেন বাহালুল (৪৩), পিতাঃ সৈয়দ আলী, সাং- কেরানীনগর বড়বাড়ী, পাচথুবী ইউনিয়ন, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
    ৭৯. কাজী রুহুল আমিন (৫২), পিতাঃ কাজী আব্দুল করিম, সাং- কালিকাপুর,পাচথুবী ইউনিয়ন, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ৷
    ৮০. মোঃ আবু তাহের (৪৩), পিতাঃ মৃত নুরুল ইসলাম, সাং- ইরুয়াইন, থানাঃ লাকসাম, জেলা-কুমিল্লা,
    ৮১. মোঃ ফারুক (৪৪), পিতাঃ মৃত নুরুল ইসলাম, সাং- ইরুয়াইন, থানাঃ লাকসাম, জেলা-কুমিল্লা,
    ৮২. মোঃ হিরন (৩৩), পিতাঃ আব্দুল আজিজ, সাং- সুবর্ণপুর, পাচথুবী ইউনিয়ন, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৮৩. মামুন মিয়া (৩৮), পিতাঃ হাসু মিয়া, সাং- দক্ষিন শরীফপুর পাড়া, পাচথুবী ইউনিয়ন, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা,
    ৮৪. মেজবাহ উদ্দিন ভূইয়া (৫৩), সাং- সুর্বণপুর মুন্সিবাড়ি, পাচথুবী ইউনিয়ন, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ৮৫. নজরুল (৩৮), পিতাঃ হাসু মিয়া, সাং- দক্ষিন শরীফপুর, পাচথুবী ইউনিয়ন, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
    ৮৬. হাফিজ মেম্বার, ৪নং ওয়ার্ড, পাচথুবী ইউনিয়ন, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৮৭. আসাদুর রহমান রিজন (৪৫) পিতাঃ বাবুল মিয়া, সাং- জামতলা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৮৮. মনির (৩৮), পিতাঃ মৃতঃ খোকন মিয়া, সাং- দৌলতপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৮৯. ফাহিম খান অহী (৩৫), পিতাঃ জমির উদ্দিন খান জম্পী, ৩০২/১ বাগিছাগাঁও, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
    ৯০. ফুয়াদ খান অকিব (৩৮), পিতাঃ জমির উদ্দিন খান জম্পী, ৩০২/১ বাগিছাগাঁও, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
    ৯১. নয়ন (৩৬), পিতাঃ আবদুল ওয়াদুদ, সাং- বাগিছাগাঁও (নতুন চৌধুরী পাড়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
    ৯২. হালিম (৩৪), পিতাঃ দ্বীন মোহাম্মদ, সাং- ঠাকুরপাড়া, থানাঃ আদর্শ সদর, জেলা- কুমিল্লা,
    ৯৩. খন্দকার আফসার অবীন (৩৫), পিতাঃ লিটন, সাং- ঠাকুরপাড়া, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা,
    ৯৪. আজাদ (৪১), পিতাঃ মিজান, সাং- ঠাকুরপাড়া, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা,
    ৯৫. জাহাংগীর আলম (৩৮), পিতাঃ মমিন আলী, সাং- গাজীমুড়া, থানাঃ লাকসাম, জেলা-কুমিল্লা,
    ৯৬. শিহাব খান (৪৫), পিতাঃ নুরুল হক খান, সাং- গাজীমুড়া, থানাঃ লাকসাম, জেলা-কুমিল্লা,
    ৯৭. নিজাম উদ্দিন শামীম (৪৪), পিতাঃ ফজলুল হক, সাং- মোহাম্মদপুর, থানাঃ লাকসাম, জেলা-কুমিল্লা,
    ৯৮. তরিকুর রহমান জুয়েল @ গুজা জুয়েল (৫৫), পিতাঃ মৃতঃ হাবিবুর রহমান, সাং- দৌলতপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ৯৯. গোলাম মোস্তফা ৩৮, পিতাঃ মৃতঃ আলী আহাম্মদ, সাং- মসজিদের দক্ষিণ পাশের বাড়ি, দৌলতপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ১০০. শাহ আলম (৪০), পিতাঃ মৃতঃ ছিদ্দিকুর রহমান, সাং- দৌলতপুর কোনাবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
    ১০১. আশিকুর রহমান শিমুল (৩৮), পিতাঃ মৃতঃ শফিকুর রহমান, উভয় সাং- দৌলতপুর কোনাবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১০২, রাজন মেম্বার (৪৫), পিতাঃ আবুল হাশেম, সাং- দৌলতপুর গাজী বাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ১০৩. গোলাম হোসেন (৩৪), পিতা মৃতঃ আবদুল খালেক, সাং- দপ্তরি বাড়ি, দৌলতপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা।
    ১০৪, রতন খান (৪২), পিতাঃ মৃতর খানেক ডাক্তার, সাং- দৌলতপুর (পূর্বপাড়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। । ১০৫, মতিউর রহমান মিঠু (৪৪), পিতাঃ মৃতঃ শফিকুর রহমান, সাং- গৌলতপুর কোনাবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ।
    ১০৬, মহিন (৩৬), পিতাঃ মৃতঃ খোকন মিয়া, দৌলতপুর, পূর্বপাড়া (ডাক্তারবাড়ি), থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ।
    ১০৭. জিয়াউল হাসান মাহমুদ (৪৫) পিতাঃ খোরশেদ আলম রেনু, দৌলতপুর (পূর্বপাড়া), কোতয়ালী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ১০৮. মোহাম্মদ হানিফ (৪২), পিতাঃ আবুল মিয়া, দৌলতপুর, পূর্বপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ১০৯. আলী আহাম্মদ (৫১), পিতাঃ মৃতঃ নওয়ার আলী সরকার, সাং-শুভপুর বাগান বাড়ী, থানা-কোতয়ালী মডেল, ভোলা- কুমিল্লা ।
    ১১০. অলক (৩৯), পিতাঃ শহিদুল ইসলাম (ব্যাংকার), সাং- শুভপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ১১১. মাষ্টার নুরুন্নবী (৫০), পিতাঃ অজ্ঞাত, ঠাকুরপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১১২. কাজী রফিকুল হোসেন বাবুল (৩৬), পিতাঃ কাজী নুরুল হোসেন, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
    ১১৩. সামদানি (৩৮), পিতাঃ, অজ্ঞাত, সাং- মদিনা মসজিদ, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১১৪. সাইফুর রহমান (৪২), পিতাঃ মুনশী, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১১৫. রিফাত (৩২), পিতাঃ মৃতঃ কাশেম মিয়া, দৌলতপুর, গাজিবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১১৬. শরিফ (৩০), পিতাঃ জামাল মিয়া, সাং-দৌলতপুর, কোনাবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১১৭. অপু (২৮), পিতাঃ হোসেন ড্রাইভার, দৌলতপুর, কোনাবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ১১৮. সজিব (২৫), পিতাঃ রফিক ড্রাইভার, দৌলতপুর, দপ্তরিবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ১১৯. মনিরুল ইসলাম মনির (৫০), পিতাঃ মৃতঃ আবদুল মজিদ, সাং-চৌমূহনী পাশের বাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা ।
    ১২০. সুজন (৪২), পিতাঃ মৃতঃ আবদুল জলিল, সাং-দৌলতপুর, কোনাবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।
    ১২১. রাব্বি (৪৪), পিতাঃ ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, দৌলতপুর, দপ্তরিবাড়ি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১২২. মোঃ আল আমিন অপু (৩৬), পিতাঃ মোঃ হোসেন, সাং- দৌলতপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১২৩. মোঃ আনোয়ারুল হাসান খান (৩৮), পিতাঃ আঃ মতিন খান, গোবিন্দপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১২৪. গোলাম হায়দার রনি (৩৮), পিতাঃ মৃতঃ আবদুর রাজ্জাক, দৌলতপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১২৫. কামরুল হাসান (৩৭), পিতাঃ আরমান হোসেন, সাং- চানপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১২৬. শাহাদাত হোসেন (২৯), পিতাঃ অজ্ঞাত, সাং- চানপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ৷
    ১২৭. জামিল, পিতাঃ অজ্ঞাত, সাং- চৌধুরী মনজিল, শুভপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ৷
    ১২৮. ইউসুফ (৪৪), পিতাঃ আঃ হাকিম, সাং- শুভপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১২৯. কাজী রফিকুল হোসেন বাবুল (৩৬), পিতাঃ কাজী নুরুল হোসেন, সাং- দক্ষিণ ঠাকুরপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১৩০, পলাশ (৪১), পিতাঃ আবুল মিস্ত্রী, সাং- বজ্রপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১৩১, খোকা (২৬), পিতা:ি বল্লাল – বজ্রপুর- কোতয়ালী, জেলা- কুমিল্লা,
    ১৩২. মিজানুর রহমান (৪৭), পিতার আবদুল গফুর, সাং- রামপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ১৩৩, বিল্লাল হোসেন (৫০), উভয় পিতার সুলতান আহমেদ, চাংগীনি, থানাঃ সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা
    ১৩৪. হুমায়ুন (ইই), পিতাঃ মৃত নুর আহম্মদ, সাং- লক্ষীপুর, থানাঃ সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ১৩৫, ইব্রাহীম (৪২), পিতাঃ ফজর আলী,থানাঃ সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,পর্ব – লক্ষীপুর,
    ১৩৬, সৈয়দ নাঈম (৬০), পিতাঃ এস এ হামিদ, সাং- লালাপুকুর গার, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১৩৭, মামুন (৫২), পিতাঃ মৃতঃ রতন মিয়া, সাং- সদর হাসপাতাল রোড, মনোহরপুর, থানা-কোতয়ালী মডেল, ভোলা-কুমিল্লা ।
    ১৩৮, শেখ ফরিদ (৫৫), পিতাঃ আব্দুল করিম, সাং- পুরাতন চৌধুরি পারা, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১৩৯. মোহাম্মদ উল্লাহ (৪৫), পিতাঃ মৃতঃ ছেরাজুল হক, সাং- নশরতপুর, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা
    ১৪০, ইয়াহিয়া মজুমদার (৫০), পিতাঃ ইউছুফ আলি, সাং- শিকদার গলি, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১৪১. আবু ছায়েদ বাচ্চু (৫০) পিতাঃ আবদুজ্জাব্বার, সাং- পশ্চিমগাঁও (পুরান বাজার), থানাঃ লাকসাম, জেলা-কুমিল্লা,
    ১৪২. খলিলুর রহমান (৪৭), পিতাঃ ওমর আলী সাং কুন্দ্রা, থানাঃ লাকসাম, জেলা-কুমিল্লা,
    ১৪৩. মোঃ জাকির হোসেন (৫০), পিতাঃ আবদুল মান্নান, সাং- নেউরা(সৈয়দপুর), থানাঃ সদর দক্ষিন, জেলা-কুমিল্লা,
    ১৪৪. রাশেদুজ্জামান (৪০), পিতাঃ মৃতঃ আবদুর রাজ্জাক, সাং- ঢুলিপাড়া, থানাঃ সদর দক্ষিন, জেলা-কুমিল্লা,
    ১৪৫. বারেক মিয়া (৪৮), পিতাঃ মুনসুর আলী, সাং- শিকদার গলি, সাং- মোগলটুলী থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা,
    ১৪৬. মনছুরুল হক মুন্সি (৫০), পিতাঃ আবদুল মালেক সাং- পশ্চিমগাঁও (বেপারী পাড়া), লাকসাম, জেলা-কুমিল্লা,
    ১৪৭. ইউসুফ (৪০), পিতাঃ মৃতঃ হিরু মিয়া, সাং- গাজীমুড়া, থানাঃ লাকসাম, জেলা- কুমিল্লা,
    ১৪৮. মনির হোসেন (৫০), পিতাঃ মৃতঃ ছেরাজুল হক, উভয় সাং- গাজীমুড়া, থানাঃ লাকসাম, কুমিল্লা,
    ১৪৯. আল-আমিন (৩২), পিতা : ইদু মিয়া, সাং- সংরাইশ, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
    ১৫০. শাহজাহান মাহমুদ ভূইয়া (৫২), পিতাঃ অজ্ঞাত, সাং- টিএম টাওয়ার (ফয়জুন্নেছা স্কুলের সামনে), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা
    ১৫১. আল-আমিন (৩৪), পিতা ঃ ইদু মিয়া, সাং- সংরাইশ, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ।
    ১৫২. নুর মোহাম্মদ কাজল (৩৫), পিতাঃ মুসলেউদ্দীন, ২৩নং ওয়ার্ড, জয়পুর, থানাঃ সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
    ১৫৩. নাজমূল হাসান সাকীব (৪৫), পিতাঃ অজ্ঞাত, সাং সালমানপুর, থানাঃ সদর দক্ষিণ, কুমিল্লাসহ আরো অজ্ঞাতনামা ২০০-২৫০ জন। সংবাদ প্রকাশঃ =০৯-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments