Tuesday, September 17, 2024
spot_img
More

    মনোহরগঞ্জে – লাকসামে পানিবন্ধি ৪ লক্ষাধীক ১৭২ টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩০ হাজার মানুষ বাড়ছে বন্যার পানি বাড়ছ জন দুর্ভোগ

    সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ সংবাদদাতা (কুমিল্লা) ===============
    টানা কয়েক দিনের বৃষ্টিতে উজানে ভারত থেকে আসা পানি এবারের ভয়াবহ বন্যায় মনোহরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষ পানি বন্দী হয়েছেন, চারিদিকে শুধু হাহাকার। বন্যায় এলাকার বাসিন্দারা ৭/৮ দিন দরে মানবেতর জীবন যাপন করছে।এাণের জন্য তাকিয়ে আছে ৩ লাখ পানি বন্দী পরিবারের মানুষ। এাণ সামগ্রী পৌঁছাতে উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছেন বিভিন্ন সংঘটন। মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহ সোমলতা খোকন নিজ ব্যক্তিগত অর্থায়নে এাণ সামগ্রী বিতরণ করেন। সৌদী আরব প্রবাসী সমাজ সেবক,বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ মিজানুর রহমান সুমন তার ব্যক্তিগত অর্থায়নে বন্যার্ত পরিবারের মাঝে ২০ টন শুকনো খাবার ও ২ লিটারের ১২ হাজার পানির বতল,সহ ১০ আইটেমের খাদ্য বিতরণ করছেন। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে বন্যার্ত ১২ শ পরিবারের মাঝে এাণ বিতরণ করেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী উন্নয়ন ফোরামের সভাপতি সাবেক ছাএ নেতা মোঃ জসিম উদ্দিন। মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল কে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেন ও এাণ বিতরণ করেন করছেন অধ্যক্ষ শাফায়াত হোসেন সুমন। ২ উপজেলায় ৪লক্ষাধিক মানুষ পানিবন্ধি রয়েছেন ১৭২টি আশ্রয় কেন্দ্রে ইতিপূর্বে প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে তথ্যমতে,আজ পর্যন্ত ডাকাতিয়া নদীরপানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।লাকসাম পৌরসভা, লাকসাম উপজেলা মনোহরগঞ্জ উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে,প্রায় ৪লক্ষাধিক মানুষ পানিবন্ধি রয়েছে। এছাড়াও লাকসাম উপজেলার ৬৭ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১৪হাজার মানুষ, মনোহরগঞ্জ উপজেলার ১০৫টি আশ্রয় কেন্দ্রে ১৫হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। কিছু আশ্রয় কেন্দ্রের নিচতলা ডুবেযাওয়ায় আশ্রয় গ্রহনকারীদের মধ্যে আতংক বিরাজ করছে।দুই উপজেলায় পানিবন্ধি লোকদেরকে উপজেলা প্রশাসন,জামায়াতে ইসলামী,বিএনপি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা বলেন -আমার মনোহরগঞ্জ উপজেলাবাসী ভালো নেই। তারপরও আমরা সকলকে নিয়ে আমাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি, উপজেলার ১০৫টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১৫ হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে।সেইভ দ্যা হিউমিনিটি এর চেয়ারম্যান ও জামায়াত নেতা এডভোকেট বদিউল আলম সুজন জানিয়েছেন -লাকসাম উপজেলার ৬৭টি আশ্রয় কেন্দ্রে, লাকসাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্ধি মানুষকে নিরাপদ রাখতে লাকসাম পৌরসভা ও উপজেলা জামায়াত-শিবির এবং সেইভ দ্যা হিউমিনিটি সর্বোচ্চ ভূমিকা রেখে যাচ্ছে। তাদের প্রতিবেলা শুকনা খাবারসহ সকল বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন বলেন-লাকসাম মনোহরগঞ্জ উপজেলার বিএনপির অভিভাবক ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। বন্যায় বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা চুড়ান্ত করা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা এাণ সামগ্রী ১১ টি ইউনিয়নে বিতরণ করেছি।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় জামাত নেতা মু,হামিদুর রহমান সোহাগ নিজ ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ১১ টি ইউনিয়নে এাণ ও রান্না খাবার পৌঁছে দিয়েছেন বন্যার্ত পরিবারের মাঝে । মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরন্নবী বলেন, আমরা হাতে হাত রেখে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। কোনো দুর্বলের ওপর জালিমের অত্যাচার সহ্য করতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের কে সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। কোর্ট, কাচারি অফিস আদালতকে দলীয় কার্যালয় করতে দেওয়া হবে না।মনোহরগন্জ উপজেলার যে সকল গ্রাম গুলো বন্যার পানিতে তলিয়ে গেছে -চিলুয়া, জলিপুর, পেয়ারাতলী, নোয়াগাও, আনদিরপাড়, মাঝিয়াখালী, সরসপুর, ভাউপুর, বানঘর, হাওরা, মড়হ, বচইড়,দৈয়ারা,যাদবপুর, উত্তর হাওলা, ফেনুয়া,তাহেরপুর, দাড়াচো, ভরনী খন্ড, ছিখটিয়া, মৈশাতুয়া, আমতলী, রশীদ পুর, ডুমুরিয়া, হাটিরপার, হাজিপুরা, গজরাপাড়া, ইসলাম পুর,তালতোলা, গোয়ালীয়ারা,হাশিরপাড়,দিশা বন্দ, মান দুরী,গাজীয়াপাড়া,আতাকরা,বান্দুয়াইন,শিকচাইল,হাতিয়া মুড়ি, পূর্ব বাতাবাড়িয়া,পাঁচ পুকুরিয়া, উল্লা পাড়া, সাতেশ্বর, পশ্চিম বাতাবাড়িয়া, খিলা, ঠেংগার বাম,লালচাঁদ পুর,বড়কেশতলা, ঝলম।সংবাদ প্রকাশঃ ২৮-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments