Monday, September 16, 2024
spot_img
More

    নারায়ণগঞ্জে পুলিশ না থাকায় চলছে ভাংচুর, লুট, চুরি ও ডাকাতি ৫ ডাকাতকে গণপিটুনি

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাংচুর লুট, চুরি, ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা । এতে করে নিরাপত্তার জন্য কাজ করতেন পারছেন না পুলিশ।
    এদিকে পুলিশের কার্যক্রম না থাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বাড়ার আশঙ্কায় আছেন এলাকাবাসী। নিজেদেরই সমাধান করতে হচ্ছে সমস্যার। এমনকি মসজিদে মাইকিং করে সতর্ক করার পর পাঁচ ডাকাতকে গণপিটুনি দেওয়ার ঘটনাও ঘটেছে।
    সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালানোর পর টানা ৩ ঘন্টা সময় নিয়ে সকল মালামাল লুট করে রাত সাড়ে ৯টার দিকে থানা আগুন দিয়ে দেয়। তারপর থেকে পুলিশের সকল কার্যক্রম বন্ধ থাকে। একই তারিখে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও নেতা কর্মীসহ অনেকের বাড়ি ভাংচুর লুট ও অগ্নিসংযোগ করা হয়েছে
    ওদিকে মঙ্গলবার রাত ২ টায় হঠাৎ সিদ্ধিরগঞ্জের বেশকিছু এলাকার মসজিদের মাইকিং করা হয় এলাকায় ডাকাত ঢুকেছে বাড়ির সকল পুরুষ লোক বাসা থেকে বের হয়ে ডাকতদের থেকে এলাকাবাসীকে রক্ষা করুন। তারপর একে একে সবাই বাড়ি থেকে বেরিয়ে আসলে ডাকাত দলের ৫ সদস্যকে ধরতে পারে এলাকাবাসী। পুলিশ না থাকায় তাদের উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দিয়েছেন এলাকাবাসী।
    শিমরাইল এলাকার বাসের উদ্দিন বলেন, একটি ট্রাকে করে ১৫ জন ডাকাত বিভিন্ন বাসা বাড়ি থেকে ডাকাতি করতে করতে আসে আমাদের এইদিকে তখন এলাকার কয়েকজন খবর পেয়ে মসজিদে ফোন করলে হুজুর মাইকিং করে। তাৎক্ষনিক এলাকাবাসী বের হয়ে আসলে আমরা এলাকার বাকী বাড়ি গুলো বাঁচাতে পারি।
    একই এলাকার আরেক বাসিন্দা বলেন, রাতে ডাকাতের কথা মাইকিং করলে আমরা সকলে বের হয়ে আসি। তখন ৫ ডাকাত ধরতে পারলেও অন্যরাও পালিয়ে যায়। কিন্তু পুলিশ বা প্রশাসনের কেউ না থাকায় আমরা উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেই।
    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, আমাদের সকল কাজ এখন বন্ধ আছে। জনগণকে সেবা দেওয়ার মত কোনো অবস্থানেই নেই আমরা। আমাদের নিজের নিরাপত্তা এখন আমরা দিতে পারছিনা। তিনি আরও বলেন, আমাদের থানায় হামলা, ভাংচুর লুট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। সংবাদ প্রকাশঃ ০৭-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments