Saturday, September 14, 2024
spot_img
More

    ২২ বছর পর দেবীদ্বার পৌরভার প্রথমবারের মতো সাড়ে ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
    ২২ বছর পর দেবীদ্বার পৌরভার উন্মোক্ত পরিবেশে প্রথমবারের মতো সাড়ে ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
    সোমবার সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার পৌরসভা কার্যালয় মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামিম এর সভাপতিত্বে এবং পৌর কর আদায়কারী কর্মকর্তা মো. রকিবুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার বি-পাড়া সার্কেল (এএসপি) শাহ মোস্তফা তারিকুজ্জামান, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার কাজী আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ভিপি ময়নাল হোসেন, মরিচাকান্দা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক মো. নান্নুমিয়া, আনোয়ার পাভেজ, কাউছার হায়দার, ইকবাল হোসেন রুবেল, আবুল কালাম আজাদ, প্রণব দাস, প্যানাল মেয়র নাঈমুল হোসেন সুমন, কাউন্সিলর মো. মজিবুর রহমান, মাওলানা মো. আবু সাঈদ, শারমিন আক্তার, স্বাগতিক বক্তব্য রাখেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, দেবীদ্বার সরকারি আরপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সবুর আহাম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক মো. বশিরুল্লাহ মোল্লাসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নতো-কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন।
    বাজেটে ২০২৪-২০২৫ ইং অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৫৭ কোটি, ৫৫ লক্ষ, ৫৩ হাজার, ২৩২ টাকা ঘোষণা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যয়ের খাত দেখানো হয়েছে শিক্ষা, সেনিটেশন, রাজস্ব উন্নয়ন, পানি সরবরাহ। এছাড়াও ৭ কোটি টাকা ব্যয়ে ‘শেখ রাসেল পৌর পার্ক’ নির্মান, ৭ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং সেন্টার নির্মান, শচর উন্নয়নে ৪ কোটি ৫০ লক্ষ টাকা, ৩০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন প্রকল্প উল্লেখ করা হয়। অপর দিকে আয় দেখানো হয়- হোল্ডিং টেক্স, সম্পত্তি হস্তান্তর কর, গৃহ নির্মাণ কর, ট্রেড লাইসেন্স, বিজ্ঞাপন, রোলার ভাড়া, বাজার ও পুকুর ইজারার রাজস্ব আয় দেখানো হয়। বাজেট ঘেঅষণা করেন, পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামিম।
    উল্লেখ্য ২০০২ সালের ১৫ মে’ দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠা হলেও মামলা ও সীমানা জটিলতায় ২১ বছর পর অর্থাৎ গত ২০২৩ সালের ১৭ জুলাই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
    পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামিম বলেন, দেবীদ্বার পৌরসভার যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থাসহ শিক্ষা, ক্রিড়া, সংস্কৃতি, বিনোদনসহ সবুজ উন্নয়নে একটি আধুনিক বাসযোগ্য পৌরসভা গঠনের লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি।
    ক্যাপশন ঃ দেবীদ্বার পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম। সংবাদ প্রকাশঃ ১০-৭-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments