Saturday, September 14, 2024
spot_img
More

    জাতীয় মহিলা সংস্থার কুমিল্লা জেলা কমিটির চেয়াম্যান হলেন কোহিনুর বেগম

    সিটিভি নিউজ ।। জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ (১৯৯১ সনের ৯নং আইন) এর ১০ ধারার (৩) উপধারা মোতাবেক জেলা প্রশাসক, কুমিল্লা এর সুপারিশের ভিত্তিতে জাতীয় মহিলা সংস্থার কুমিল্লা জেলা কমিটির চেয়াম্যান নিযুক্ত হলেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
    সাবেক প্রধান শিক্ষিকা কোহিনুর বেগম । কোহিনুর বেগম, স্বামী- মো: ফজলুল হক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
    কমিটির মনোনীত চেয়ারম্যান ও বর্ণিত সদস্যগণ ১২/০৬/২০২৪ তারিখ হতে দু’বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে, জাতীয় মহিলা সংস্থার কুমিল্লা জেলা কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হলোঃ
    সদস্য বিশিষ্ট মহিলা নাছরিন আক্তার মুন্নী, স্বামী- জামাল হোসেন, মধ্যম আশ্রাফপুর, সদর দক্ষিন, কুমিল্লা;
    সদস্য,– বিশিষ্ট মহিলা রাশেদা আক্তার, স্বামী- বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, প্রায়াস ১৫০৮, নোয়াব মিয়া সড়ক, রেইসকোস, কুমিল্লা;
    সদস্য- সমাজসেবী এড, ফাহমিদা, স্বামী-ফয়সাল কবির, ৪১, বিষ্ণপুর মৌলভীপাড়া, কুমিল্লা;
    সদস্য শিক্ষিকা অধ্যা: নাছিমা আক্তার পুতুল, স্বামী-মো: আবদুল হাকিম, সানন্দা, এলাহীপুর, সদর দক্ষিন, কুমিল্লা।

    কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক প্রধান শিক্ষিকা কোহিনুর বেগমের জীবন বৃত্তান্ত ঃ==
    নাম রোটারিয়ান কোহিনূর বেগম
    স্বামী
    ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক (মৃত)
    মাত্য
    চন্দ্র বান
    পিতা
    আব্দুস সোবহান ভূইয়া
    স্থায়ী ঠিকানা
    লুসা লজ, ৪র্থ তলা, মোগলটুলী, কুমিল্লা
    মোবাইল
    ০১৭১১৩৪৪৩৫৪
    জন্ম তারিখ
    ২ জুলাই ১৯৬৫
    জাতীয়তা
    বাংলাদেশী
    জাতীয় পরিচয় পত্র নং
    ৪৬২৭০৮৫০৫৫
    ধর্ম
    ইসলাম
    বৈবাহিক অবস্থা
    পেশা
    শিক্ষাগত যোগ্যতা
    বিবাহিত
    শিক্ষকতা
    এমএ, দর্শন বিভাগ
    নির্বাচন: ১) সংসদীয় আসন ২৫৪ (কুমিল্লা ৬) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীগ এর মনোনয়ন সংগ্রহকারী ২) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীগ এর (সংরক্ষিত আসনে) মনোনয়ন সংগ্রহকারী
    ৩) ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহনণকারী, ৩.৪ ও ৫ নাম্বার ওয়ার্ড, কুমিল্লা সদর, ২০২১
    পেশাগত জীবন
    প্রধান শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল (১৯৯২-২০১০)
    প্রধান শিক্ষক, শৈল রাণি দেবী পৌর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় (২০১১-২০১২)
    প্রিন্সিপাল, এনআরইন্টারন্যাশনালকলেজ, কুমিল্লা (২০১২-২০১৮)
    পরিচালক, মাহিব একাডেমি, কুমিল্লা (২০১২-বর্তমান)
    বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য
    সাংগঠনিক পরিচিতি
    সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর বর্তমান কেন্দ্রীয় কমিটি
    ২০০১-২০০৭ পর্যন্ত রাজনৈতিক কর্মকান্ড
    ১৯৭৫ পরবর্তী সময়ে অবদান
    স্বাধীনতাপূর্ব ও উত্তরকালীন সময়ে পরিবারে রাজনৈতিক ভূমিকা
    সাধারন সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ বর্তমান কমিটি
    সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটি (২০১৭-২০২২)
    সাধারন সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ বর্তমান কমিটি (১৯৯৬)
    ২০০১-২০০৭ ইং পর্যন্ত রাজনৈতিক কর্মকর্তাভকে শক্তিশালী করার জন্য সাংগঠনিক কাজে সক্রিয় ছিলাম
    সভাপতি ছাত্রলীগ, শামসুন্নাহার হল শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৯৮৪-১৯৯১)
    সভাপতি ছাত্রলীগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ (১৯৮০-১৯৮২)
    এম এ মোজাফফর আলী (দুলাভাই; আপন চাচাতো বোনের জামাই), প্রোভিন্সিয়াল কাউন্সিল এর সদস্য ছিলেন ১৯৭০ এ এবং ১৯৭৩ সালে কুমিল্লার (হোমনা-দাউদকান্দি) সাংসদ ছিলেন।
    সামাজিক কর্মকান্ড
    এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি, রোটারি ক্লাব-৩২৮২, বাংলাদেশ
    প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলার মুখ শিল্প গোষ্ঠী, কুমিল্লা ১৯৯২-বর্তমান
    সহ-সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমিল্লা ২০১১-বর্তমান
    সাধারণ সম্পাদক বঙ্গীয় সাহিত্য পরিষদ, কুমিল্লা ২০১৮-বর্তমান
    ডেপুটি গভর্নর ২০২০-২০২১, রোটারি ক্লাব-৩২৮২
    সহকারী গভর্নর ২০১৭-২০১৮, রোটারি ক্লাব-৩২৮২, বাংলাদেশ
    সভাপতি, রোটারি ক্লাব অব গোমতি, কুমিয়া ২০১৪-২০১৫
    মুক্তিযোদ্ধা ভূইয়া বীর মুক্তিযোদ্ধা (গ) বড় ভাই জনাব মোঃ ইমানউদ্দিন ভূইয়া সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, রায়পুরা, নরসিংদী (২০০০-বর্তমান)। শিক্ষাগত যোগ্যতা: এমএ, দর্শন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, (১৯৯০), ২১৩ম। ব্যাচ, ঠিকানা: কুমিল্লা। সিটি কর্পোরেশন,
    সদস্য ও ব্যক্তিগত তথ্য: বড় ২ ভাই (ক) জনাব মহিউদ্দীন ভূইয়া (যুদ্ধাহত) বীর মুক্তিযোদ্ধা এবং (খ) জনাব মোঃ মিজানুর রহমান
    কুমিল্লা। +৮৮০১৭১১-৩৪৪৩৫৪।
    একমাত্র সন্তান: আয়েশ হক, উপসচিব, বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিসিএস ২৮ ব্যাচ, প্রশাসন ক্যাডার।

    সংবাদ প্রকাশঃ ২২-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments