Saturday, July 27, 2024
spot_img
More

    নওগাঁয় তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

    সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===
    সুষ্ঠু ও মনোরম পরিবেশে নওগা সদর, মহাদেবপুর ও মান্দায় তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন নওগাঁ সদর উপজেলায় বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক আনারস প্রতিক নিয়ে ৮১,১৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম ঘোড়া প্রতিক পেয়েছেন ২৯০৩৭ ভোট।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পারভীন আক্তার। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,৪৮৩৮৬,ভোট কেন্দ্র-১২৮টি। মহাদেবপুর উপজেলায় মাসুদুর রহমান আনারস প্রতিক নিয়ে ৪১৮৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আয়েশা বেগম দোয়াত কলম প্রতিক পেয়েছেন ২৭০৩৫ ভোট।।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসান হাবীব এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিস মারজিয়া সুলতানা তিশা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৫০,৬৬২,ভোট কেন্দ্র-৮৪টি। মান্দা উপজেলায় তোফাজ্জল হোসেন হেলিকপ্টার প্রতিক নিয়ে ২৪,৮৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান আানারস প্রতিক পেয়েছেন ২৪,২২১ ভোট।।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উত্তম কুমার সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আফসানা আক্তার ফেন্সি। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,২৩,৩৩৩,ভোট কেন্দ্র-১৭০টি। এই তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯লাখ ২২হাজার১১৮ এবং ভোট কেন্দ্র ৩২৯টি। চেয়ারম্যান পদে মোট ১৪জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন অংশগ্রহণ করেন।
    ভোট গণনা শেষে বুধবার ৬জুন রাত ১১টার দিকে বেসরকারিভাবে তাদের বিজয়ী ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা
    নির্বাহী কর্মকর্তাগণ। বিষয়টি রাতে জেলা প্রশাসকের মিডিয়া সেলে এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেন জেলা প্রশাসক গোলাম মওলা।সংবাদ প্রকাশঃ ০৬-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments