Monday, September 16, 2024
spot_img
More

    কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে গঙ্গা-পদ্মা মেলবন্ধন সংগঠের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন

    সিটিভি নিউজ।। নুরুল ইসলাম।। সংবাদদাতা জানান === ‍
    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এবং কবি’র প্রতি শ্রদ্ধা ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে “গঙ্গা পদ্মা মেলবন্ধন বাংলাদেশ”কুমিল্লা শাখা এক ব্যতিক্রম আয়োজন করেছে । ২৬ মে রোববার সকালে কুমিল্লার ঐতিহ্যবাহী ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সহযোগিতায় ঐ বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীদের সম্মিলিত কন্ঠে ” কারার ঐ লৌহ কপাট” পরিবেশনা ছিল এক ভিন্নধর্মী আয়োজন। গঙ্গা পদ্মা মেলবন্ধন সংগঠনের সভাপতি, নজরুল জন্মবার্ষিকী উদযাপন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী বীরমুক্তিযোদ্ধা পাপড়ী বসুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আবুল কাশেম এর সার্বিক তত্বাবধানে হাজার কন্ঠের এই গান পরিবেশনা অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল জন্মবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব আকবর আবাদ। সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এর তাৎপর্য তুলে ধরে অতিথিগন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে সুন্দর অতিথি নৃত্য ও গান পরিবেশনার মধ্যদিয়ে কবি নজরুলের লেখা ১ হাজার শিক্ষার্থীদের সম্মিলিত কন্ঠে গাওয়া “কারার ঐ লৌহ কপাট” এই বিদ্রোহী গানটি পরিবেশনায় বিদ্যালয় আম্গিনা মাতিয়ে তুলতে দেখা গেছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডাঃ তাহসিন বাহার সূচনা এবং অনুষ্ঠান শুভউদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী।
    এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, নজরুল গবেষক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ, সংগঠনের সহ সভাপতি জিএম মনিরুজ্জামান, ফয়জেন্নেসা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আবদুল ফাত্তাহ, দুবাই আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (সিআইপি), কুমিল্লা আদর্শ সদর কালির বাজার ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ( সিআইপি)। এছাড়াও গঙ্গা পদ্মা মেলবন্ধনের ভাইস প্রেসিডেন্ট ঢাকা কবি মাহাবুবা লাকী, কবি আবদুল গনি ভুইয়া, বি-বাড়িয়া জেলার সভাপতি শাহ মোঃ সানাউল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সোনিয়া সালসাবিল, চট্টগ্রাম থেকে আগত অরুন, , আগরতলা থেকে তমাল সেনগুপ্ত, দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, সংগঠক বশির আহমেদ, মহানগর যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, সাংবাদিক অশোক বড়ুয়া, সাংবাদিক ওমর ফারুকী তাপস, মনির হোসেন,কুমিল্লা জেলা কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক এবিএম আশরাফুল আলম সুমন, বিশিষ্ট নাট্যকার শাহজাহান চৌধূরী, সম্মিলিত সাস্কৃতিক জোটের সহ-সভাপতি শেখ ফরিদ প্রমূখ।
    এছাড়াও নগরীর বিভিন্ন গণয়মান্য ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৬-০৫-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments