২০৪১ সালের বাংলাদেশ বির্নিমানে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেম আর দুর্নীতি রোধ- এমপি বাহার

ক্যাপশন : গতকাল বৃহস্পতিবার কুমিল্লা টাউন মিলনায়তনে কুমিল্লা জেলা রেজিস্ট্রারের কার্যালয় কতৃর্ক আয়োজিত কুমিল্লা জেলাধীন দলিল লেখকগণের শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
সিটিভি নিউজ।।   এম.এইচ মনির    নিজস্ব প্রতিবেদক  জানান ===
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন বাঙালিরা একদিন বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তারই ধারাবাহিকতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান আমলের ২৩ বছরে আমরা একজন প্রধান বিচারপতি তৈরী করতে পারিনি। আজ আমাদের কুমিল্লার সন্তানরাই প্রধান বিচারপতি হয়েছে,সেনাপ্রধানসহ বিশে^জুড়ে নেতৃত্ব দিচ্ছে। আগামীর ২০৪১ সালে বাংলাদেশ আমেরিকার কাতারে নাম লিখাবে। ২০৪১ সালের বাংলাদেশ বির্নিমানে এখনো সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেম আর দূর্নীতি প্রতিরোধ। বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের নিজেদের দূর্নীতিমুক্ত রাখতে হবে। দূর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ভূমি অফিসের কর্মকর্তা ও দলিল লেখকদের নিজেদের অপবাদ গোছাতে নিজেদের দুর্ণীতি মুক্ত করতে হবে। আপনারা একসময় অবহেলিত ছিলেন। বর্তমান সরকার আপনাদের দাবি-দাবা মেনে সমাজের আপনাদের জন্য একটা সম্মানজনক অবস্থান তৈরি করে দিয়েছে। দেশপ্রেমকে ধারন করে জাতি গঠনে কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউন বীররচন্দ্র নগর মিলনায়তনে কুমিল্লা জেলা রেজিস্ট্রারের কার্যালয় কতৃর্ক আয়োজিত কুমিল্লা জেলাধীন দলিল লেখকগণের শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক,মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা রেজিস্ট্রারের জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক চৌধুরী ।
এসময় কুমিল্লা জেলা রেজিস্ট্রার কার্যালয় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দ্ইু শতাধিক দলিল লেখককে দিনব্যাপী ডিজিটাল প্রযুক্তি মাধ্যমে প্রশিক্ষন দেন কর্মকর্তরা। অনুষ্ঠানে জেলা দলিল লেখক সমিতির সভাপতি ছিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক হাজী মনজু, সাংগঠনিক সম্পাদক হাজী জসিমউদ্দিন সহ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ  ১১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ