হাফিজা খাতুন হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহরম সরদারকে গ্রেফতার করেছে র‌্যাব

সিটিভি নিউজ।।   *বহুল আলোচিত পাবনা জেলার সদর এলাকা থেকে নিজ স্ত্রী হাফিজা খাতুনকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃমহরম সরদার (৬০)’কে রাজধানীর উত্তরা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩।*
পাবনা জেলার সদর থানাধীন এলাকায় নিজ স্ত্রী হাফিজা খাতুনকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ মহরম সরদার (৬০), পিতা-মৃত ঢোলু সরদার, সাং-উত্তর মাছিমপুর, থানা-পাবনা, জেলা-পাবনাকে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ১৯/০৪/২০২৩ তারিখ ভোর রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে এলাকায় আদিপত্য বিস্তার করে চোরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থেকে উক্ত কর্মকান্ড পরিচালনা করত। তার নির্যাতনে সাবেক তিন স্ত্রী সংসার ছেড়ে পালিয়ে যায় বর্তমানে ভিকটিম হাফিজা খাতুন তার চতুর্থ স্ত্রী। ভিকটিম হাফিজাকে যৌতুক এর জন্য বিভিন্নভাবে নির্যাতন করে আসে এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করে ভাসিয়ে দেয়। হত্যার ঘটনায় ২০১৩ সালে পাবনা সদর থানায় তার নামে মামলা হয়। পরবর্তীতে হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে বিজ্ঞ আদালত কর্র্তৃক প্রমানীত হওয়ায় তার নামে যাবজ্জীবন সাজা ও অর্থদন্ডের রায় ঘোষনা করে গ্রেফতারী আদেশ হয়। গ্রেফতারী আদেশের পর হতে বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে নিজেকে আতœগোপন করে আসছে।

সংবাদ প্রকাশঃ ১৯০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ