হরিণাকুন্ডুতে ভিজিএফ চাল বিতরণে কম  দেওয়ার অভিযো ৪৪বস্তার হিসাব মেলেনি বক্তব্য সদস্যদের

সিটিভি নিউজ।।  মানিক ঘোষ   ঝিনাইদহ প্রতিনিধিঃ  জানান =====
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া হত-
দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চালে ওজনে কম দেওয়ার অভিযোগ
পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদে
চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপস্থিতিতে চাল বিতরণের সময় এ
অনিয়ম করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে দৌলতপুর ইউনিয়ন পরিষদ
ভবনে গিয়ে দেখা গেছে, সরকার ঘোষিত প্রতি পরিবারকে ১০ কেজি
করে চাল দেওয়ার কথা থাকলেও চাল দেওয়া হয়েছে ৯ কেজির কম। এছাড়াও
চেয়ারম্যানের পছন্দের লোকজনকে বাছাই করে জনপ্রতি ৩/৪টি গ্রুপে
চাল বিতরণ করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, চেয়ারম্যান আবুল কালাম
আজাদ তার পছন্দের লোকদের ৩/৪ টি করে কার্ড দিয়েছেন। অথচ চাল
পাওয়ার উপযুক্ত যারা তাদের অনেকের কার্ড দেওয়া হয়নি। দৌলতপুর
ইউনিয়নের ৩ হাজার ৭শ’৬০ টি পরিবারের জন্য ১০ কেজি করে মোট
৩৭হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
একাধিক ইউপি সদস্য অভিযোগ করে বলেন বিতরণ শেষে ৪৪ বস্তা চালের
হিসেব মেলেনি। ৫০ জন কার্ডধারি চাল পাননি বলে অভিযোগ করেন।
চাল বিতরণে উপস্থিত ইউনিয়ন তদারকি কর্মকর্তা ও উপজেলা যুব
উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ১০ কেজি করেই দেওয়ার
চেষ্টা করেছি। বালতি দিয়ে চাল মাপার কারনে কমবেশি হতে পারে। আজ
তিনি চাল বিতরণের সময় যেতে পারেননি বলে জানান।
অভিযোগের সত্যতা নিশ্চিত করতে ইউনিয়নের পারুলা খাতুন ও ছবি খাতুনের চাউল ওজন করে সত্যতা পাওয়া গেছে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের মোবাইল
ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, বিষয়টি আমি
শুনেছি। ডুপ্লিকেট কপি ছাপানোর কারনে চাল পাওয়ার উপযুক্ত যারা
তাদের অনেকেই হয়তো বাদ পড়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া
হবে বলে তিনি জানান।সংবাদ প্রকাশঃ  ২৯-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ