সদর দক্ষিণের আলমপুরে পল্লী বিদ্যুৎতের তিনটি ট্রান্সফরমার চুরি

ক্যাপশনঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলমপুরে একই রাতে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তিনটি ১০ কেভিএ ট্রান্সফরমার কয়েল চুরির ঘটনা ঘটেছে। ছবিঃ সদর দক্ষিণ

সিটিভি নিউজ।।      নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ  সংবাদদাতা জানান ===  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলমপুরে একই রাতে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তিনটি ১০ কেভিএ ট্রান্সফরমার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষে এজিএম প্রশাসন বাদী হয়ে সোমবার সন্ধ্যায় (৫ জুলাই) সদর দক্ষিণ মডেল থানায় এফ.আই.আর করেছেন।

জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নে আলমপুর দক্ষিণ পাড়া চৌমুহনীত থেকে ২জুলাই দিবাগত রাতে মোঃ রফিকুল ইসলাম এর রাইস মেইলে ব্যবহৃত তিনটি ১০ কেভিএ ট্রান্সফরমার কয়েল চুরির ঘটনা ঘটে। পরদিন সকাল বেলায় পল্লী বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমার এর তিনটি খালি বক্স পরে থাকতে দেখে রাইস মেইল মালিক বিষয়টি উত্তর রামপুরস্থ পল্লী বিদ্যুৎ সমিতি -২ অফিস কে অবগত করেন। ট্রান্সফরমার কয়েল চুরির খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আলমপুরের রাইস মেইল মালিক রফিকুল ইসলাম জানান, ট্রান্সফরমার কয়েল চুরির পর থেকে গত চারদিন বিদ্যুৎ বিহীন থাকায় রাইস মেইলও চালু করতে পারছি না। পুনরায় ট্রান্সফরমার চেয়ে গত ৩ জুলাই কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম বরাবর লিখিত আবেদন করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনে জিএম সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এফ.আই.আর করা হয়েছে।
ট্রান্সফরমার টি বানিজ্যিক হওয়ায়, গ্রাহক অফিসিয়ালি নিয়ম রক্ষা করার পর যথাসময়ে ট্রান্সফরমার প্রদান করা হবে।

সংবাদ প্রকাশঃ  ০৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ