শাহরাস্তিতে চিতোষী ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে “নবীন শিক্ষার্থীদের বরণ”

সিটিভি নিউজ।।    মোঃ হুমায়ূন কবির মানিক।। সংবাদদাতা জানান ==   চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এইচ.এস.সি ২০২৩-২৪ সেশনের নবীন শিক্ষার্থীদের বরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় কলেজ মাঠে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিতোষী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন-চাঁদপুর-৫,(হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সাংসদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ সেক্টর কমান্ডার মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রাজুর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক জেড.এম. আনোয়ার, চিতোষী ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ কামরুল আহসান চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক’লীগের সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল প্রমুখ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মানিক। চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী’লীগের সভাপতি মনিরুজ্জামান আনছারী,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন,যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল আলম মাস্টার,ইউপি সদস্য সোহাগ,আওয়ামীলীগ নেতা মো.রিপন। এসময় উপস্থিত ছিলেন-তাতী’লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী’লীগের সমন্বয়ক কামরুল ইসলাম মজুমদার, কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী অবিভাব, কলেজ শাখা ছাত্রলীগ নেতা  জাহিদুল ইসলাম, তাসকিন, মো.জাহিদ, মো.ফাহাদ, মো.মেহেরাজসহ আওয়ামী’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম পাটওয়ারী, গীতা পাঠ করেন অগর সাহা। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরন করেন কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদ প্রকাশঃ ০৩১১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ