শাহজালালে পাঁচ কোটি টাকার সোনার বারসহ যাত্রী আটক

সিটিভি নিউজ।।      হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কোটি টাকার সোনার বার ও স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম।
শুক্রবার সকাল ১১ টার দিকে মাসকাট থেকে আসা ফ্লাইট নম্বর বিএস ৩২২ এ তাকে আটক করা হয়। এ সময় যাত্রীর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে  স্বর্ণ ও সোনার বার উদ্ধার করা হয়।
আটক যাত্রীর নাম সারোয়ার উদ্দিন। তিনি চট্টগ্রামের বাসিন্দা।
ঢাকা কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক এ তথ্য নিশ্চিত করেন।
ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। এরপর আনুমানিক সকাল ১১ টার দিকে মাসকাট থেকে আসা ফ্লাইট নম্বর বিএস ৩২২ এর মাধ্যমে আসা যাত্রীর কাছে কালো রংয়ের ছোট একটি ব্যাগ মেলে। সেই ব্যাগ থেকে  ৭ কেজি ২৯০ গ্রাম স্বর্ণ ও সোনার বার উদ্ধার করা হয়। এর মধ্যে ৬২টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার রয়েছে, যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ কোটি টাকা।
তিনি আরো বলেন, স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আটক যাত্রীকে থানায় সোপর্দ করা হবে।সংবাদ প্রকাশঃ  ২২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ