শতভাগ পেনশন সুবিধা সম্পর্ন কারীগনের অসহায়ত্ত

সিটিভি  নিউজ।। মুক্তকলাম ==      স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগে সততা, নিষ্ঠা, আত্মত্যাগ ও দায়িত্বশীলতার ব্রত নিয়েই নিতান্ত স্বল্প পরিসরের বেতন ভাতার সুবিধার মধ্যে থেকেও জাতিকে পুর্ণগঠনের চেলেঞ্জ মোকেবেলা করে সম্ভাব্য প্রায় সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
পরবর্তীতে চাকুরী জীবনের শেষান্তে আর্থিক অস্বচ্ছলতাও অসংগতির করণে অপ্রতুল আর্থিক সুবিধার পেনশনের
শতভাগ সর্ম্পনে বাধ্য হয়েই বর্তমান জনবান্ধব ও কল্যাণমূখী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পূর্বেই অবসর
জীবন গ্রহণ করেছেন। বর্তমান সময় কভিড-১৯ করোনামহামারি ও সার্বিক অর্থে বিশ^ ব্যাপি প্রতিকুল পরিস্থিতির
কারণে আর্থিক অস্বচ্ছলতার করাল গ্রাসে পড়ে প্রবীণ কর্মহীন শতভাগ পেনশন সুবিধা সর্ম্পনকারীগণ নিতান্ত
মানবেতর জীবন যাপন করে যাচ্ছেন।
সে জন্যই তাদের এ অসহায় অবস্থার কিছুটা হলেও অবসানের সুবিধার্থে আমাদের বিশ^বরেণ্য মাননীয় প্রধানমন্ত্রী
ও সুযোগ্য মাননীয় অর্থমন্ত্রী সমীপে আকুল আবেদন রাখছি যে, শতভাগ পেনশন সুবিধা সর্ম্পণ কারীগণের,
যাদের অবসর জীবন অন্তত ১২ (বারো) বছর অতিবাহিত হয়েছে, তাদেরকে বর্তমান বেতন কাঠামো অনুযায়ী
বেতন নির্ধারণ করে পেনশন সুবিধা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সদয় আদেশ ও ব্যবস্থা গ্রহণের জন্য আশু শুভ
দৃষ্টি আকর্ষন করছি।
উল্লেখ্য যে, ইতো মধ্যে সরকারের মহানুভব সিদ্ধান্তের ফলে ১৫ বৎসর অবসর জীবন অতিবাহিত হওয়ার পর
থেকে যে পেনশন সুবিধা প্রদান করা হচ্ছে তা কিছুটা সমন্বয় করে এবং অবসর জীবনের সময় কাল ১২ বৎসর
ধরে বর্তমান বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের মাধ্যমে শতভাগ পেনশন সুবিধা সর্ম্পন কারীদেরকে
পেনশন সুবিধা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় মর্জি ও মহানুভব সিদ্ধান্ত কামনা করছি।
বিনীত
মোশারফ হোসেন
আইডি: ১৯১৮৭৬০০০১২২২
কুমিল্লা।
মোবাইল: ০১৭১৫-৪২৯৬৯৬

সংবাদ প্রকাশঃ  ৩১-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ