লন্ডনের টেম্‌স নদীতে ঢাবি  অ্যালামনাইদের নৌ-বিহার

সিটিভি নিউজ।।   লন্ডনের ঐতিহাসিক টেম্‌স নদীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের নিয়ে নৌ-বিহারের আয়োজন করেছে যুক্তরাজ্যে বসবাসরত ঢাবি অ্যালামনাইদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে। ১০ সেপ্টেম্বর, রবিবার লন্ডনের টেম্পল পিয়ার থেকে অভিজাত নৌবহর ‘গ্লোন্ডেন সানরাইজ’ যাত্রা শুরু করে। প্রায় আড়াই শতাধিক অ্যালামনাই এবং তাদের পরিবারের সদস্যরা নৌ-বিহারে অংশ নেয়। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা অ্যালামনাইদের অংশগ্রহণে টেমস নদীতে জমে উঠে প্রানবন্ত আড্ডা। সাংবাদিক তানভীর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালানা পরিষদের সদস্য ও থার্ড সেক্টর কন্সালটেন্ট বিধান গোস্বামী ও পৃষ্ঠপোষক প্রতিনিধি হৃদমিক স্কিলের প্রধান নির্বাহী রুহুল আমীন, হৃদমিক স্কিলের ব্যবস্থাপনা পরিচালক টিউলিপ সুলতানা, প্রিন্ট ব্রিটানিয়ার স্বত্ত্বাধিকারী আমিনুল হাই,  শওগত আলী বেনু সহ সিনিয়র অ্যালামনাইরা। নৌ-বিহারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এস এম শাফায়েত হোসেন। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিনিধিদের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘আই লাভ লন্ডন’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য ঝুমুর দত্ত, পলি জাহান, শায়লা শিমলা, ফাতেহা পলি, শাহীনা জেবিন ও ফাতেমা লিলি সহ অন্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য শিল্পী মাসুদ মিজান অপর দুই বিচারক এসকে তানভীর ফয়সল ও সালমা বেগম সীমাকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
কুইজ পর্বের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম ও গোলাম ফারুকুজ্জামান।
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন লাবনী বড়ুয়া, মিলন বিশ্বাস ও ইমতিয়াজ হোসেন সবুজ। অ্যালামনাইদের মধ্য থেকে সঙ্গীত পরিবেশন করেন আজিজুর রহমান, মনসুরুল করিম পিয়াস সহ অন্যরা।
নৌ-বিহারে সত্তরের দশকের অ্যালামনাই এম এ রশীদ ছাড়াও পরিচালনা পরিষদের অপর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সারোয়ার-ই আলম, প্রদীপ মজুমদার, চিরঞ্জিৎ মজুমদার, রথীন্দ্র গোস্বামী, হারুনুর রশীদ, তাসলিমা মীরা, আরিফুর রহমান, হিমিকা ইমাম, আনিসুর রহমান, শাফকাত সাইয়েদ, চৈতী রায়, লাবনী রেজা, ইশরাত জাহান, মোহাম্মদ আবদুল মতিন চৌধুরী, আলমগীর শাহরিয়ার, মোহাম্মদ কামরুল হাসান, জাহাঙ্গীর হোসেন, কামরুন নাহার মেডোরা, মোহাম্মদ আবদুল্লাহ আল হাদী, শিপরা বাবলা, মমতাজ আক্তার, মোহাম্মদ জিয়াউল হক, রাশেদ মামুন, মাহমুদা চৌধুরী, মানির চৌধুরী, আলমগীর কবির ও নূর মোহাম্মদ চৌধুরী সহ অন্যরা।
রৌদ্রোজ্জ্বল বিকেলে টেমস নদীতে নৌ-বিহারে অংশ নেওয়া অ্যালামনাইরা জানিয়েছেন এধরণের আয়োজনের মাধ্যমে দীর্ঘ বিরতির পর বিশ্ববিদ্যালয় জীবনের অনেক সতীর্থদের তারা খুঁজে পেয়েছেন। সামনের দিনগুলোতে এ ধরণের উদ্যোগের ধারবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে।সংবাদ প্রকাশঃ ১২০৯২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ