লকডাউন : কর্মহীন মানুষ রাতের আঁধারে নারায়ণগঞ্জ ছাড়ছে!

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নাায়ণগঞ্জে কঠোর লকডাউন চলছে। এতে রাজধানী ঢাকার সাথে নারায়ণগঞ্জের সড়ক যোগযোগ বন্ধ হয়ে গেছে। অনেক নিন্ম আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে রাতের আধারে নারায়ণগঞ্জ ছাড়ছে কর্মহীন হয়ে পড়া মানুষ। শহর ছেড়ে তারা গ্রামের দিকে পাড়ি জমাচ্ছেন। বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১০টায় নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের শিবু মার্কেট এলাকায় একটি পিক আপ যোগে একটি পরিবারকে নিজ গন্তব্যে যেতে দেখা যায়।
জানতে চাওয়া হলে বলেন, লকডাউনে কাম নাই, আবার শুনতাছি বড় ধরনের লকডাউন দিবো। না খায়া মরতে হইবো। তাই গ্রামে যাইগা। নাম জানতেই বললো জব্বার। আরও কিছু জানার আগেই পিকআপ ছেড়ে গেছে। মজার বিষয় হলো পিক আপ ভ্যানের পিছনে লেখা ‘ঢাকায় এখন শান্তি নাই, চলো চাচা গ্রামে যাই’।
প্রসঙ্গ: ২২ জুন ভোর ৬টা থেকে নারায়ণগঞ্জে শুরু হয়েছে কঠোর লকডাউন। যা আগামী ৩০ জুন পর্যন্ত বলবত থাকবে। এরই মধ্যে বৃহস্পতিবার বিকালে খবর ছড়িয়ে পড়ে “করোনা মোকাবিলায় সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি”। ফলে নিন্ম আয়ের মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। যদি ১৪ দিন সব বন্ধ হয়ে যায় তাহলে আর্থিক সংকটে পড়তে হবে তাদের। না খেয়ে থাকতে হবে। তাই নিরুপায় হয়ে গ্রামে যাচ্ছে তারা।

সংবাদ প্রকাশঃ  ২৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ