মুজিবনগর দিবস উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

সিটিভি নিউজ।।     ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় আলোচন সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সামছুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বশীরুল আনোয়ার বশীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বশীরুল আনোয়ার বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আ¤্রকাননে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ পরিচালনা ও আন্তর্জাতিক যোগাযোগ ও স্বীকৃতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহম্মদ, ক্যাপ্টেন মনছুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের নেতৃত্বে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। মুজিবনগর সরকারের দূরদর্শী নেতৃত্বে নয়মাসের যুদ্ধে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়।

সংবাদ প্রকাশঃ ০৩০৫২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ