মালয়শিয়ায় দূর্ঘটনায় নিহত সাইফুলের বাড়িতে শোকের মাতম

সিটিভি নিউজ।।   এ বি এম আতিকুর রহমান বাশার    দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি =
মঙ্গলবার সকাল ৮টায় ক্যান্সারে আক্রান্ত বাবাকে শান্তনা দিয়ে বুধবার আরো ১০ হাজার টাকা পাঠানোর আশ^াস দেন। আগের দিন (সোমবার) ক্যান্সারে আক্রান্ত বাবার থেরাপি চিকিৎসা দিতে ২০ হাজার টাকা পাঠিয়েছিল। মোবাইল ফোনে কথপোকথনের এক পর্যায়ে বাবা বলেছিলেন, আগামী রমজানে বাড়ি আসলে ঈদের পরই ছেলেকে বিয়ে করাবেন। এটাই ছিল ছেলের সাথে বাবার শেষ কথা। ফোনে কথা শেষে কর্মস্থলে যান সাইফুল।
ওইদিন রাত ৮টায় মালয়েশিয়া থেকে ফোনে সংবাদ আসে সকাল অনুমান ১০টায় সাইফুল ভবন ধ্বসে মারা গেছেন।
ঘটনাটি ঘটে গত ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে মালয়েশিয়ার পেনাং শহরে। নিহত সাইফুল ইসলাম (২৪) কুমিল্লা দেবীদ্বার উপজেলার লক্ষœীপুর গ্রামের দক্ষিণ পাড়ার বজলুর রহমানের বাড়ির রোশন আলী ভান্ডারীর পুত্র। সাইফুল পরিবারের অভাব ঘুচতে ২০১৮সালে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে পুত্রের মরদেহ দ্রæত দেশে আনতে সরকারের নিকট দাবী করেছেন।
ভবন ধ্বসে নিহত তিন বাংলাদেশী নির্মাণ শ্রমিকের একজন ছিলেন কুমিল্লার দেবীদ্বারের সাইফুল ইসলাম। ওই দূর্ঘটনায় আরো ৪ নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। পরিবারের ২ ভাই ও ৫ বোনের মধ্যে সাইফুল পঞ্চম। ছেলের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা-মাসহ পরিবারের কেউ। তাদের আহাজারি- আর্তনাদে অশ্রæসংবরণ করতে পারছেনা মৃত্যু সংবাদ পেয়ে আসা প্রতিবেশীরা।
নিহতের মা আর্তনাদ করে জানান, দুই পুত্রই প্রবাসে থাকে। বড় ছেলে স্বপন(৩০) দুই থাকে প্রায় ৭/৮ বছর এবং ছোট ছেলে সাইফুল ইসলাম(২৪) ৫ বছর আগে মালয়েশিয়া গিয়েছিল। কষ্টের উপার্জিত টাকা পাঠিয়ে আমাদের আনন্দে রেখেছিল। প্রবাস থেকে প্রথমবারের মতো আগামী রমজানে ছুটিতে আসার কথা ছিল। ঈদের পর সাইফুলকে বিয়ে করাতে পাত্রিও খুঁজে রেখেছিলাম। আমার মানিক কত কষ্ট পেয়ে মারা গেছে।

সংবাদ প্রকাশঃ ৩০১১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ