মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালন করেছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি

সিটিভি নিউজ।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার ৫০ বছর পূতি অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। গত ২৬শে মার্চ সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল,বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন হেলাল,বীরমুক্তিযোদ্ধা সৈয়দ তোফাজ্জল হোসেন চিশতিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  অনুষ্ঠানের পারম্ভে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন ওমর কাইয়ুম পলাশ। স্বাধীনতা দিবসের মূল তাৎপর্য পাঠ করেন ওমর শারিদ বিধান। বীরমুক্তিযোদ্ধাদের জীবনী পাঠ করেন দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু,কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির প্রশিক্ষণ ও গবেষনা বিষয়ক সম্পাদক মনির হোসেন,সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জানে আলম দুলাল। বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেনজেয়যাত্রা টিভির জেলা প্রতিনিধি  সাংবাদিক সাইফুল ইসলাম সুমন,সোংবাদিক নেকবর হোসেন, ও  সাংবাদিক শামসুল আলম রাজন। বীরমুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন সাপাতাহিক পথিকৃৎ কুমিল্লা পত্রিকার  ব্যবস্থাপনা সম্পাদক সুমন কবীর ভূইয়া,দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আনোয়ার হোসাইন,ও সাংবাদিক রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির  সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির। ধণ্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির  সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার ব্যুরো রিপোর্টার আবুল খায়ের । অনুষ্ঠানে স্বাধীনতার কবিতা আবৃত্তি করে শিশু আবৃত্তিকার সাকিরা তাপসী ও সারিকা তাপসী।

সংবর্ধিত বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের আগের প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধ শুরুর আগে ও পরের ঘটনাসমূহে তারভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।  তিনি বীরমুক্তিযোদ্ধাদের পাশাপাশি যারা ভুয়া মুক্তিযোদ্ধা  যারা মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা দাবী করে তাদের নিন্দা জানান।  বীরমুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন হেলাল ১৯৭১ সালে নবী নগর ও বানছারামপুর উপজেলায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তার অংশগ্রহণের ঘটনা বর্ণনা করে বক্তব্য রাখেন। বীরমুক্তিযোদ্ধা সৈয়দ তোফাজ্জল হোসেন চিশতী বুড়িচং উপজেলার রাজাপুর রেল স্টেশনে পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধ ও এন্টিট্যাংক বিষ্ফোরণ ঘটিয়ে পাক বাহিনী হত্যার ঘটনা বর্ণনা করে বক্তব্য রাখেন। স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মারশান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন  দৈনিক আমাদের নুতন সময় পত্রিকার সাংবাদিক মাওলানা আবু হানিফ।

সংবাদ প্রকাশঃ  ২৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ