মহাদেবপুরে অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

সিটিভি নিউজ।।    মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে এক অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিলো উপজেলা ছাত্রলীগ। সোনালী ফসলে ধানের মাঠ ভরে উঠলেও লকডাউন এর কারনে শ্রমিক সংকট থাকায় এই অসহায় প্রান্তিক কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে মহাদেবপুর উপজেলা ছাত্রলীগ।
ইতিমধ্যে উপজেলার চাঁন্দাশ ও খাজুর সহ বিভিন্ন ইউনিযনের অসহায় প্রান্তিক কৃষকদের ১০/১২ বিঘা পরিমান জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এর ধারাবাহিকতায় ৬ মে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুসা আল-আশুআরী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব এর নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার ফাজিলপুর গ্রামের অসহায় কৃষক শম্ভু চন্দ্র মন্ডলের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয়। ছাত্রলীগ কর্মিরা ধান কেটে ঘরে তুলে দেওয়াই খুশি অসহায় কৃষক শম্ভু চন্দ্র মন্ডল। এই উপজেলায় ছাত্রলীগের এরুপ কাজের ধারা অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব (ভোদন) উপজেলা কৃষি কর্মকর্তা বাবু অরুণ চন্দ্র রায়, কৃষকলীগ নেতা নাহিদ মোস্তফা, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব, কলেজ শাখা সাধারণ সম্পাদক মাহবুব আলম, রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা পার্থ সারথী মন্ডল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদ প্রকাশঃ  ০৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ