মনোহরগঞ্জে ভূমি অফিসে আদা শতক জমি খারিজ ৯৫০০ টাকা –  অভিযোগের  পর  ঘুষের  টাকা ফেরত

সিটিভি নিউজ।।     আবদুর রহিম মনোহরগঞ্জ  সংবাদদাতা জানান===
কুুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন  ভূমি  অফিস টি  মনোহরগঞ্জ সদর বাজারে উপজেলা ভূমি  অফিসে সাথে অবস্থিত । মৈশাতুয়া  ইউনিয়ন  ভূমি উপ সহকারী কর্মকর্তা মোহাম্মদ  জালাল  উদ্দিন । আদা শতক  ভুমি নামজারি খারিজ খতিয়ান  করতে  ঘুষ- সহ আদাই করছেন  ভূক্তভোগীর কাছ থেকে (৯৫০০) টাকা । ভুক্তভোগী ছিখটিয়া গ্রামের পিতা  মৃত ছোবহান এর ছেলে মো,আজহারুল হক ।  মৈশাতুয়া  মৌজা জে এল  নম্বর  ২৭৫ / খতিয়ান  বি এস খতিয়ান নম্বর ১৪৫৫  / দাগ  নং ৩১৭৭ / পরিমাণ . ৫০ শতাংশ । অনলাইন ডিসিআর নম্বর  ২৩১৯৭৪২৭৫০৪০৩৬ তারিখ২১/৫/২০২৩ ইং নামজারি আদেশের  তারিখ ২৭/৪/২০২৩ ইং ডিসিআর ফি সর্বমোট( ১১০০) টাকা। ঘুষ  নেয়  সর্বমোট ( ৭০০০ ) হাজার  টাকা ।  আবেদন নম্বর  ৪৮১১৮১৯ আবেদনের  তারিখ ৩/৪/২০২৩ ইং  নাম জারি মামলা  নং ৪,০৩৬ ( lx -l) 20 ২২-২৩ । আদা  শতাংশ  জমির  খাজনার  দাখিলা  সরকারি  ফি  ৪২৮টাকার রশিদ  দেন । কিন্ত  ঘুষ সহ (২৫০০) টাকা নিলেন  ইউনিয়ন  ভূমি সহ কারী  মাইন উদ্দিন । ভূক্ত ভোগী আজহারুল  হক এর ছেলে সাংবাদিক আহছান  উল্লাহ সোহাগ বলেন  – আমার  বাবার সকল কাগজ পত্র সঠিক  থাকা সত্বেও  দুই  দফায়  ভূমি  উপ সহকারী মোহাম্মদ  জালাল  উদ্দিন  ১১৭৫ টাকা সরকারি নিয়ম থাকলে ও আমার থেকে  মোট ( ৭০০০) টাকা নেয়, এবং উনার   সহকারী মাইন  উদ্দিন খাজনার  দাখিলা বাবত সরকারি ফি ৪২৮ টাকার  রশিদ দিয়ে আমার থেকে (২৫০০)টাকা সহ সর্বমোট দুই জনে (৯৫০০)টাকা নেয়। আমি উপজেলা  ভূমি সহকারী কমিশনারের নিকট  একটি লিখিত  অভিযোগ করি  ।  মৈশাতুয়া  ইউনিয়ন  ভূমি উপ সহকারী মোহাম্মদ  জালাল  উদ্দিন  বলেন – আমার বিরুদ্ধে মিথ্যা চার  করা হয়েছে। উপজেলা  ভূমি  সহকারী  কমিশনার  এনামুল  হাসান   বলেন  -আমি  অভিযোগ  পেয়েছি  তদন্ত  শেষে বিভাগীয় ব্যবস্থা  নেওয়া  হবে । কিছুসংখ্যক  দুনীতি বাজ কর্ম কর্তা কারণে  জনসাধারণ  তাদের কাছে  জিম্মি, বিভিন্ন  অজুহাত  দেখিয়ে  মাসের  পর মাস   ঘুরতে  হয়  নামজারি খারিজের  জন্য । সরকারের  উন্নয়ন  কাজে  বাধাগ্রস্ত  ও সুনাম নষ্ট হচ্ছে । প্রভাবশালী মহলের নগ্ন হস্তক্ষেপে পার পাচ্ছেন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা ।  এছাড়া  ও তাদের বিরুদ্ধে রয়েছে  বিভিন্ন জনের  অভিযোগ । ভূমি  উপ সহকারী  মোহাম্মদ  জালাল  উদ্দিন,   অভিযোগের পর  মাপ চেয়ে টাকা ফেরত  দিলেন। এবং ভবিষ্যতে এরকম অন্যায় কাজ আর করবেন না ।সংবাদ প্রকাশঃ ০৪০৬২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ