মনোহরগঞ্জে এক্স স্টুডেন্টস ফোরামের অফিস উদ্বোধন  ও  ফুটবল ম্যাচ আয়োজন 

সিটিভি নিউজ।।    আবদুর  রহিম  মনোহরগঞ্জ   সংবাদদাতা জানান ===  কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড   কলেজ এর প্রাক্তণ ছাত্র -ছাত্রীদের সংগঠন এক্স-স্টুডেন্টস ফোরাম অব মনোহরগঞ্জ ইস্কুল এন্ড কলেজ কর্তৃক গতকাল (ঈদ-উল ফিতার  সংগঠনের অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে ।
উক্ত  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের স্থায়ী কমিটির সদস্য  মডারেটর আব্বাছ আলম সিনিয়র সহকারী পরিচালক, বিএবি, শিল্প মন্ত্রণালয় । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  মো. মনিরুজ্জামান, সংগঠনের এডমিন লন্ডন প্রবাসী মাহবুবুর রহমান কল্যাণ, নুরুল আবছার বাহার, মডারেটর মো. খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার, জিএমপি, মো. আলমগীর হোসন ,  ফ্রান্স প্রবাসী  মনিরুজ্জামান মনির চৌধুরী, শামসুল আলম ফিরোজ, হুমায়ুন কবির সোহাগ, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন মিলন, মোরশেদ আলম, সরোয়ার মোর্শেদ নান্নু,  আবুল কালাম । এ সময়  আরও  উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান , ফোরামের ৯৮ ব্যাচের প্রাইম কো-অর্ডিনেটর মোহাম্মদ কামরুজ্জামান, ব্যাচ-২০০১ এর প্রাইম কোর্ডিনেটর সিরাজুল ইসলাম মিলন, ২০০৩ ব্যাচের প্রাইম কো-অর্ডিনেটর রবিউল হোসেন সবুজ, ২০০৪ ব্যাচের প্রাইম কোর্ডিনেটর কামাল হোসেন সুমন, ২০১০ ব্যাচের ডাঃ ইয়াসিন খায়ের আসিফ, ব্যাচ: ২০১৩ এর প্রাইম কো-অর্ডিনেটর শাহাদাত নিজাম, কো-অর্ডিনেটর রবিউর মজুমদার ও রিদওয়ান মুরাদ, ব্যাচ : ২০১৪ এর প্রাইম কো-অর্ডিনেটর বাহার মজুমদার, কোর্ডিনেটর আবু সালেহ মোহাম্মদ নুর রাজু, ব্যাচ: ২০১৬ এর প্রাইম কো-অর্ডিনেটর শরাফত করীম, কোর্ডিনেটর আশরাফুল ইসলাম, শামীমসহ বিভিন্ন ব্যাচের প্রাইম কো-অর্ডিনেটর,  কো-অর্ডিনেটরবৃন্দ  উপস্থিত ছিলেন।সকলের উপস্থিতিতে প্রতিষ্ঠাতাবৃন্দ, প্রয়াত সকল শিক্ষক, ছাত্রছাত্রী, সম্মিলিত দোয়া  মিষ্টি বিতরণের মাধ্যমে ফোরামের অস্থায়ী অফিস উদ্বোধন করা  হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ, শিক্ষার্থীদের কল্যানে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন। ইস্কুল  এন্ড কলেজ মাঠে  প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ  করা হয়।  ফুটবল ম্যাচে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ঈদ উপলক্ষে একত্রিত হওয়া সাবেক শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগী দল  (এসএসসি ব্যাচ ২০১৩ হইতে পূর্ববর্তী সিনিয়র ব্যাচ , বি দল ২০১৪ জুনিয়র ব্যাচ) এই দুটি দলের মধ্যে ট্রাইবেকারে গিয়ে অবশেষে জুনিয়র দল বিজয়  হয় ।সংবাদ প্রকাশঃ ২৫০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ