বুড়িচং উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির লি: এর চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সিটিভি নিউজ।।    বুড়িচং প্রতিনিধি জানান ===   বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড  (বিআরডিবি)থর আওতাধীন কুমিল্লার   বুড়িচং উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লি:   এর চেয়ারম্যান পদে আগামী ১৮ অক্টোবর   অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা   দেয়ার শেষ দিনে গতকাল ২১ সেপ্টেম্বর ৩ জন   চেয়ারম্যান প্রার্থী থেকে ২ জন চেয়ারম্যান   প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীরা
হলেন-বুড়িচং উপজেলা কেন্দ্রিয় সমবায়   সমিতি লি: এর চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম   ভুইয়া, বুড়িচং সদর ইউপির প্যানেল চেয়ারম্যান   মো. হাবিবুননবী জামাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির ভারপ্রাপ্ত
কর্মকর্তা রাসেল সারোয়ার ও সমবায়
কর্মকর্তা শাহনাজ পারভিন। এদিকে, বুড়িচং
সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মো.
হাবিবুননবী জামাল মেম্বার এলাকার সাহেব
সর্দারগণকে নিয়ে মনোনয়নপত্র উপজেলা বিআরডিবি ও সমবায় কর্মকর্তার নিকট
মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন
বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
আবুল হাসেম মেম্বার, মো. মোখলেছুর রহমান
লিল মিয়া সর্দার, বুড়িচং সদর ইউনিয়ন
আথলীগের সাধারণ সম্পাদক হাজী মাজেদুল
ইসলাম, এছাক মেম্বার, আবদুল জলিল, হাজী
মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম প্যানের
চেয়ারম্যান, মো. জামাল হোসেন মেম্বার, ফরিদ
উদ্দীন মেম্বার, শহীদ মেম্বার, আমিনুল ইসলাম
মেম্বার, শাহজাহান মেম্বার, মেজবাউল হোসেন
আসিফ, যুবলীগ নেতা মো. জালাল উদ্দীন
(জগতপুর), জসিম মেম্বার, ফাতেমা মেম্বার,
ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন ও সোলেমানসহ
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান
প্রার্থী মো.শরীফুল ইসলাম ভুইয়ার মনোনয়নপত্র
জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন-আয়েত আলী
মেম্বার, কেলু মিয়া মেম্বার, সুপার সফিকুর
রহমান ভুইয়া,উপজেলা যুবলীগ নেতা মো.
রফিকুল ইসলাম ভ্ইুয়া, ইমতিয়াজ আহমেদ
ইমন, নাজির মাহমুদ নসির, মাজেদা বেগম,
মো. আরিফ, রৌফ খান, শাহীন সেলিম
হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌরভ মাহমুদ হারুন
বুড়িচং কুমিল্লা
০১৭১৯৫৫২২৬৪
ই-মেইলে ছবি আছে
ক্যাপশন:
বুড়িচং উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লি: এর
চেয়ারম্যান পদে গতকাল মনোনয়নপত্র জমা দেন সদর
ইউপি প্যানেল চেয়ারম্যান হাবিবুননবী জামাল
মেম্বার ও মো. শরীফুল ইসলাম ভুইয়া । ছবি:
বুড়িচং প্রতিনিধি।

সংবাদ প্রকাশঃ  ২১-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ