বুড়িচংয়ে সীমান্তে মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার,পলাতক আলামিন

সিটিভি নিউজ।।     আক্কাস আল মাহমুদ হৃদয়।। বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।===
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয়  সীমান্ত এলাকাগুলোতে মাদক পাচর সহ বিভিন্ন অপরাধ ও চোরাকারবারিদের বিচরণ বৃদ্ধি পেয়েছে। কুমিল্লার বুড়িচং সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি পাশাপাশি সক্রিয় হয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুড়িচং উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন এর নির্দেশে বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে সোমবার ১৬ মে মধ্য রাতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এর নেতৃত্বে বিজিবি,  পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তর,  কুমিল্লা এর সমন্বয়ে  মাদকের বিরুদ্ধে বাকশীমুল  ইউনিয়নের আনন্দপুর গ্রামে টাস্কফোর্স অভিযান চালানো হয়। এ অভিযানে খারেড়া বিওপির আওতাধীন  বাংলাদেশের অভ্যন্তরে মাদক ব্যবসায়ী মোঃ আল- আমিন এর বাড়িতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর রূপন কান্তি,  পুলিশ কর্মকর্তা এস আই জব্বার, বিজিবির নায়েক সুবেদার মোঃ দেলোয়ার  সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের  ফোর্স ০৫ জন,পুলিশ ফোর্স ০২ জন,বিজিবি সদস্য ০৮ জন সহ মোট ১৫ জন অংশ নেন।
(১৭ মে ২০২২) মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছামিউল আলম এর নেতৃত্বে সোমবার মধ্যরাতে সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সীমান্তের চিহ্নিত মাদক কারবারি আল আমিন বাড়িতে অভিযান করে মুরগির ঘর থেকে দুইটি পলিথিনে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামি আল- আমিন পলাতক থাকায় তার নামে নিয়মিত মামলার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। জব্দকৃত গাঁজা পরবর্তী কার্যক্রম এর জন্য বুড়িচং থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।সংবাদ প্রকাশঃ  ১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  
(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ