বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে সংঘর্ষে বিয়ে পন্ড আহত ৩০ উভয় পক্ষের থানায় অভিযোগ

সিটিভি নিউজ।।  এবিএম আতিকুর রহমান বাশার,   দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি//====
বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শেষে বরের হাত ধুইয়ে দেয়ার বিনিময়ে বকশিস নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বর ও কণে পক্ষের অন্তত: ২৫/৩০ জন আহত হয়েছেন। আহতদের দেবীদ্বার ও মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ কনের বাড়ি থেকে ফিরে গেছে।
ঘটনাটি ঘটে রোববার বিকেল সাড়ে ৩টায় মুরাদনগর উপজেলার ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামের আমির হোসেন মেম্বারের বাড়ি সংলগ্ন হাজী বাড়িতে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, বর মোঃ সাদেক হোসেন (২৬) দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের পশ্চিমপাড়া পাইঞ্জত আলী মূন্সী বাড়ির মোঃ ইসমাইল মূন্সীর পুত্র এবং কণে মোসাঃ সোনিয়া আক্তার (১৮), মুরাদনগর উপজেলার ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামের মোঃ শানু মিয়ার কণ্যা বর এবং কণেপক্ষ পূর্ব ঘনিষ্ঠ আত্মীয়। উভয় পক্ষের সম্মতিক্রমে গত রোববার (১৬ অক্টোবর) পারিবারিক ভাবে বিয়ের দিন ধার্য ছিল।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরের পর বরযাত্রী কনের বাড়িতে গেলে, গেইটের সালামি নিয়ে প্রথমে দু’পক্ষের কথা কাটাকাটি হয়। পরে খাওয়া দাওয়ার এক পর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেওয়াতে এবং বরের হাত ধোয়ানোর টাকা নিয়ে আবারও দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষ হাতাহাতি থেকে সংঘর্ষে জড়িয়ে যায়।
এতে বরের পক্ষের ১৫-২০ জন ও কনে পক্ষের ৮-১০ জন আহত হয়। আহতদের মধ্যে সাইফুর ইসলাম, সায়মা বেগম, কামাল হোসেন, ফয়েজ আহমেদ, জুয়েল আহমেদ, বাবু, হেলালসহ কয়েক জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের কারনে বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রীরা।
কণের বড় ভাই মোঃ গিয়াস উদ্দিন মুরাদনগর থানায় দায়েরকৃত অভিযোগ পত্রে উল্লেখ করেন, বর পক্ষ ১৫০ জন বরযাত্রী নিয়ে আসার কথা থাকলেও তারা ১৬০ জন বরযাত্রী নিয়ে আসেন। তাদের খাওয়াদাওয়া শেষ করার পর বরের হাত ধোয়ার বকশিসের দরকষা-কষিতে দু’পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে মেয়েদেরকে বরপক্ষের লোকজন অকথ্যভাষায় গালমন্দ ও মেয়েদের মারধর ও শ্লীলতাহানী ঘটায়, এ অবস্থায় আমাদের বাড়ির লোকজন বরপক্ষকে শান্ত করতে গেলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের লোকদের উপর হামলা চালায়। এসময় কণে সনিয়া আক্তার, মোঃ সোহেল মিয়া, সানাউল্লাহ, মোঃ শিপন মিয়াসহ ৮/১০জন মারাত্মক আহত হয়। তিনি তার অভিযোগপত্রে আরো উল্লেখ করেন, বরপক্ষের লোকজন কনের কক্ষে ঢুকে স্বর্নালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এ ব্যপারে বরের ভাই মোঃ সাইফুল ইসলাম জানান, আমরা বিয়ে বাড়ির গেইটে আসার পর গেইটের বখশিসের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। আমরা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ হাজার টাকার পরও আরো ৫শত টাকা দিলে কণে পক্ষের লোকজন গেইটের চেয়ার-টেবিল ছুড়ে ফেলে দেয়। বরযাত্রী ১৩০ জন যাওয়ার কথা থাকলেও ১২০ জন গিয়েছি। তারপরও খাবার দেয়ার ক্ষেত্রে বরপক্ষের লোকদের খাবার দিতে পারে নাই। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বরের শেরোয়ানী ছিড়ে ফেলে, আমাদের নারী দাওয়াতীদের উপরও মারাত্মক হামলা চলে, আমি থামাতে গেলে মারধরের আঘাতে অচেতন হয়ে পড়ি।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, বর পক্ষকে খাবার কম দেওয়াতে উভয় পক্ষের মারামারির অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদ প্রকাশঃ  ১৭-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ