পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজে  অগ্নিসংযোগের  প্রতিবাদ ।। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী

সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন  ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি ========
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজে রাতের আঁধারে অগ্নিসংযোগ করে কলেজটিকে ভস্মিভূতকারী দুর্বৃত্তদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবীতে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বুড়িচং এরশাদ কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, জাতীয় বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ,কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং কুমিল্লা জেলা বাকশিসের সহসভাপতি এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, নিমসার জুনাব আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং কুমিল্লা জেলা বাকশিসের সহসভাপতি অধ্যক্ষ মোঃ মামুন মিয়া মজুমদার এবং পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
সভায় বক্তাগণ একটি গুরুত্বপূূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘৃণ্য ও ন্যাককারজনক কাজে সম্পৃক্ত দেশ ও সমাজবিরোধী দুর্বৃত্তদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান।অন্যথায় বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।সংবাদ প্রকাশঃ ১২০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ