নারায়ণগঞ্জে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে বৃদ্ধের আত্নহত্যা

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের ফতুল্লায় কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বিষপান করে গোপাল কর্মকার (৬৫) নামক এক বৃদ্ধ আতœহত্যা করেছে। এ ঘটনায় নিহত গোপাল কর্মকারের স্ত্রী রানী কর্মকার বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ করা হয়েছে যে, নিহত গোপাল কর্মকার ফতুল্লা মডেল থানার দেওভোগ এলাকায় এম এল এন সড়কের দৌলত খার বাড়ীতে স্ত্রী কে নিয়ে বসবাস করে আসছিলো। বক্তাবলী ফেরী ঘাট এলাকায় কামারের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতো।
আার্থিক অভাবের কারনে সে বিভিন্ন সমিতি থেকে কিস্তি নিয়েছিলো। তা পরিশোধ নিয়ে সে হতাশ হয়ে পড়েছিলো। রবিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে নিহত গোপাল সরকার বাদীর নিকট থেকে বিশ টাকা নিয়ে বক্তাবলীস্থ কামারের দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়।
বেলা ১২ টার দিকে সে বিষপান করে দোকানের পাশে অসুস্থ হয়ে পরলে আশাপাশের লোকজন তাকে সেখান থেকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক সোহাগ সাহা জানান, নিহত গোপাল কর্মকার ঋতগ্রস্থ ছিলেন। এতে সে মানসিক ভাবে ভেঙ্গে পরেছিলেন। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে বিষপান করে সে আতœহত্যা করেছে। এ বিষয়ে নিহতের স্ত্রী অপমৃত্যু মামলা দায়ের করেছে।

সংবাদ প্রকাশঃ  ০১-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ