নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় নারীকে হত্যা

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি==========
কুমিল্লার নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া (মানিকমুড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারী গোহারুয়া (মানিকমুড়া) গ্রামের আবুল কাশেমের স্ত্রী রশিদা বেগম (৫৫)। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওই নারীর গায়ের গহনা ও মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে কিংবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ের জামাই মোহাম্মদ নবীর বলেন, গত ৮ মাস আগে তার ছেলে বিল্লাল হোসেন পোল্যান্ড থেকে এসে একই গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর বিল্লাল বিদেশে চলে যায়। এদিকে মনোমালিন্যের কারণে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। সে থেকে তিনি একাই থাকতেন। জানতে পেরেছি তিনি বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ছিলেন। সেজদারত অবস্থায় মাথায় আঘাতের কারণে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুরো রুমে রক্ত ছড়িয়ে পড়ে।
নিহতের ছেলে বিল্লাল হোসেন মুঠোফোনে জানিয়েছেন, মা আমাকে বলতো রাতে বাড়ির পাশে কে যেন দাঁড়িয়ে থাকে। আমি মাকে সাহস দিতাম। কিন্তু গতকাল রাতে ঘটনাটা ঘটে গেল। তারা আমার মাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। আমি মায়ের হত্যার বিচার চাই।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গতকাল রাতেই ঘটনাস্থলে গিয়েছি। মহিলার মাথায় আঘাতের চিহ্ন আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। এখনো কোনো মামলা হয়নি।

সংবাদ প্রকাশঃ ২৭০৭২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ