না’গঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি : সেলিম ওসমান এমপি

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি পদ থেকে সরে দাড়িয়েছেন বলে জানালেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। রোববার (১১ অক্টোবর) ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন একটি ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একথা জানান। তিনি ৩’শ শয্যা হাসপাতালের বর্তমান অবস্থা করোনার চেয়েও করুণ মন্তব্য করেছেন।
তিনি বলেন, শহরের খানপুরের ৩’শ শয্যা হাসপাতালের আমি সভাপতি ছিলাম। করোনার চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ৩’শ শয্যা হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরিত করেছিলাম। কিন্তু এক পর্যায়ে দেখা গেল ১৩০ জন ডাক্তার-নার্স আর রোগীর সংখ্যা ১১ জন। টেস্টের জন্য হুমড়ি খেয়ে পড়তো। সেখানে এখন টেস্ট করানোর মানুষ খুঁজে পাওয়া যায় না। বর্তমানে আমি ওখান থেকে পদত্যাগ করেছি। কারণ একটাই, মানুষের সেবা না করতে পারলে সভাপতি পদে থেকে লাভ নেই।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রামারবাগ এলাকায় নারায়ণগঞ্জের প্রথম এলপিজি ষ্টেশন তাজ এলপিজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি খবির উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।   সংবাদ প্রকাশঃ  ১২১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ