না’গঞ্জে বিআইডব্লিউটিএ’র নদী বন্দর কার্যালয়ে গ্রিল ভেঙে ছিনিয়ে নেওয়া হলো পরিবহন সন্ত্রাসীদের

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ে পরিবহন সন্ত্রাসীরা হামলা চালিয়ে আনসারদের অস্ত্র লুটের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানালেও এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ থানায় দেওয়া হয়নি।
বুধবার (১৬ আগস্ট) রাতে হামলার সময় এক আনসার সদস্যকে মারধর করে তার পোশাক ছিড়ে ফেলে অস্ত্র লুটের চেষ্টা চালায় পরিবহন সন্ত্রাসীরা। ওই আনসার সদস্যের চিৎকারে অপর আনসার সদস্যরা এসে কার্যালয়ের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করে। পরে আরও সন্ত্রাসীরা এসে কার্যালয়ের লোহার গ্রিল ভেঙে সন্ত্রাসীদের ছিনিয়ে নিয়ে যায়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ের সহকারী প্লাটুন কমান্ডার শফিকুল ইসলাম জানান, প্রতিদিন রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ের লঞ্চ টার্মিনালের গেট তালাবদ্ধ করা হয়। বুধবার (১৬ আগস্ট) রাতে আনসার সদস্য মিনু মিয়া গেট তালা লাগাতে যায়। এ সময় ৭/৮ জন পরিবহন শ্রমিক গেটের পাশে ব্রেস্ট ফিডিং রুমের সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে বাগবিত-ায় লিপ্ত ছিল। তখন আনসার সদস্য মিনু মিয়া তাদের নদী বন্দর কার্যালয় থেকে বেরিয়ে যেতে বললে পরিবহন শ্রমিকরা আনসার সদস্য মিনু মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে ঘিরে মারধর করে। একপর্যায়ে মিনু মিয়ার পোশাক ছিড়ে ফেলে তার হাতে থাকা অস্ত্র (শটগান) ছিনিয়ে নেয়। এ সময় তিনি (সহকারী প্লাটুন কমান্ডার শফিকুল ইসলাম) ওয়াশরুম থেকে বেরিয়ে এ দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে গিয়ে কলাপসিবল গেট তালা মেরে বাকি আনসার সদস্যদের খবর দেন।
এ সময় বাকি আনসার সদস্যরা দৌড়ে এসে সন্ত্রাসীদের আটক করে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করে ও মারধরের শিকার আনসার সদস্যকে উদ্ধার করে। এদিকে ভেতরে আটক পরিবহন শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে বাস টার্মিনাল থেকে আরও ৪০-৫০ জন শ্রমিকরা এসে প্রথমে কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করে। কিন্তু কলাপসিবল গেট ভাঙতে ব্যর্থ হয়ে লোহার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ভেতরে আটকে রাখা পরিবহন শ্রমিকদের ছিনিয়ে নিয়ে যায়।
প্লাটুন কমান্ডার সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় তিনিসহ বেশ কয়েকজন আনসার সদস্য খেতে বসেছিলেন। ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে খবর পেয়ে র‌্যাব-১১, সদর থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। যারা হামলা করেছে তারা বাস টার্মিনালের বিভিন্ন পরিবহনের শ্রমিক বলে জানা যায়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ বলেন, রাতে আনসার সদস্যের ওপর হামলার বিষয়টি তাদের মাধ্যমে জানতে পেরেছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনদের হস্তক্ষেপ কামনা করছি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদুজ্জামান জানান, এ বিষয়ে রাতে আনসার সদস্যরা থানায় এসে মৌখিকভাবে জানিয়ে গেছে। এ বিষয়ে তারা পরে আমাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রকাশঃ ১৭০৮২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ