নলতায় নকল সার্টিফিকেট ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

সিটিভি নিউজ।।    তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সামি টেলিকম নামের একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে ভুয়া সার্টিফিকেটসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ মে) দুপুরে র‌্যাবের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এসময় তাদের কম্পিউটারে জাল সার্টিফিকেট ও তৈরি করার বহু নমুনা পাওয়া যায়।

আটককৃত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার নলতার কাশিবাটি আব্বাসের হাটখোলা এলাকার লিয়াকত সরদারের পুত্র সামি টেলিকমের পরিচালক পলাশ সরদার ও কর্মচারী কাজলা গ্রামের আমজাদের পুত্র হাসান।

অভিযান শেষে র‌্যাব জানায়, আটক পলাশ সরদার অর্থের বিনিময়ে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নকল সার্টিফিকেট তৈরি করে আসছিলো। তাদের হাতে বানানো এই ভুয়া সার্টিফিকেটগুলো অনেক মানুষের কাছে চলে গেছে। ফলে আসল সার্টিফিকেটধারীরা এই নকল সার্টিফিকেট কেনা ব্যক্তিদের কাছে প্রতিবন্ধক হচ্ছেন।

সংবাদ প্রকাশঃ ০৮০৫২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ