দেবীদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন’র মরদেহ দাফন সম্পন্ন

সিটিভি নিউজ।।     এবিএম আতিকুর রহমান বাশার সংবাদদাতা জানান ===
দেবীদ্বার উপজেলার বারুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন (৮২) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ জোহর জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের বারামবাড়ির মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাাহী রেখে গেছেন।
নিহতের কফিনে সালাম প্রদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, দেবীদ্বার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) মোঃ ইকতার মিয়া সহ কুমিল্লা জেলা পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, প্রবীন ন্যাপ নেতা বীর গেরিলা মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া মাষ্টার, বাংলাদেরে কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সাধারন সম্পাদক হাজী রোশন আলি মাষ্টার, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, আ’লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির, আ’লীগ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন (৮২) বার্ধক্যজনিত কারনে গত রাত ১.৩০মি: ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।    সংবাদ প্রকাশঃ  ০২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ