দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সিটিভি নিউজ।।     এবিএম আতিকুর রহমান বাশার  সংবাদদাতা জানান ====
দেবীদ্বারের প্রবীণ রাজনীতিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক ছাত্রইউনিয়ন নেতা, ঢাকাস্থ দেবীদ্বার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মোরশেদ আলম’র নেতৃত্বে একদল বিয়োগল বাদকের করুণ সূরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকালে সালাম প্রদর্শন করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় ঢাকা পিসি হাসপাল প্রাঙ্গনে। এসময় কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, ব্যাসায়ী, সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার লোকজন জানাযায় অংশগ্রহন করেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার’র দ্বিতীয় জানাযার পূর্বে মরহুমের জীবন কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্ত রাখেন, প্রবীণ শিক্ষক ন্যাপ নেতা মুস্তাকুর রহমান ফুল মিয়া, প্রবীণ রাজনীতিক ও বিশিষ্ট আইনজীবি এডভোকেট গোলাম ফারুক, সচিব (অবঃ) আব্দুল হান্নান, যুগ্ম সচিব আব্দুল মান্নান ইলিয়াস, মোঃ সিরাজুল ইসলাম মেম্বার, ড. একেএম ফারুক, মরহুমের পুত্র ডাঃ ইমন বাশার, কুমিল্লা জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ সামসুল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজী আবুল কাসেম চেয়ারম্যান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দত্ত, আলী হোসেন মন্টু, অলিউর রহমান, এলাহাবাদ আদর্শ কলেজ’র অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম সরকার, ভিপি এনামুল হক ভূঁইয়া হেলাল, ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিক, যুবলীগ নেতা মোঃ নুরুল আমিন প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মোঃ সোহেল আহমেদ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, ব্যাসায়ী, সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার লোকজন জানাযায় অংশগ্রহন করেন।
মরহুমের জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য তিনি হঠাৎ অসুস্থ্য হলে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসাসেবা দেন, পরে পিসি হাসপাতালে স্থানান্তরিত করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ইন্তেকাল করেন।
সংবাদ প্রকাশঃ  ০২-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ