দেবিদ্বারের বাকসার উচ্চ বিদ্যালয়ে সেরা শিক্ষক, অভিভাবক সদস্য ও ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

সিটিভি নিউজ।।     মো: মাসুদ রানা,বিশেষ প্রতিনিধি।।   কুমিল্লার দেবিদ্বারে ‘শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক এক সভা ২১ মে, শনিবার উপজেলার বাকসার উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভা শেষে চলতি বছর দেবিদ্বার উপজেলার সেরা প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, স্কুল কমিটি সদস্যগণ বাকসার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বর্তমান বিদ্ৎোসাহী সদস্য,গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক,ঢাকাস্থ নিউ লাইফ হসপিটাল এর ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবুল বাশার মোহাম্মদ ইয়াহিয়া সরকার ও ইউপি চেয়াররম্যান মোকবল হোসেন মুকুল কে সংবর্ধনা দেওয়া হয়।
বাকসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মো. এরশাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ উপ-মন্ত্রী এ.এফ এম ফখরুল ইসলাম মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবুল বাশার মোহাম্মদ ইয়াহিয়া সরকার,বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন,বাকসার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.শাহআলম খান,গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল,ইউপি সদস্য ইসমাইল হোসেন, বাকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো.আবদুর রাজ্জাক,বাকসার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো.আবদুর রব, শ্রী রিপন চন্দ্র সূত্রধর, মো.লুৎফুর রহমান জুয়েল, মো.শামীম ,তাছলিমা আক্তার,যুবলীগ নেতা মো রাসেল ভুইয়া,বাকসার উচ্চ বিদ্যালয়ের স্টুডেস্ট কেবিনেট সাবেক প্রতিনিধি মো. ইমরান হাসান শাকিল, বাকসার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সাবেক অর্থ উপ-মন্ত্রী এ.এফ এম ফখরুল ইসলাম মুন্সী বলেন, একজন ভালো শিক্ষক বটতলায় দাঁড়িয়ে ক্লাস নিলেও তা শিক্ষার্থীদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করতে পারে। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেও কম যোগ্য শিক্ষকের ক্লাস আকর্ষণ তৈরি করবে না। তিনি আরও বলেন, কম যোগ্যতার যেসব শিক্ষক আছেন, এঁদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করতে হবে।

সংবাদ প্রকাশঃ  ২২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ