ঝালকাঠিতে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

সিটিভি নিউজ।। নজরুল ইসলাম   ঝালকাঠি প্রতিনিধিঃ    ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। রাজাপুর উপজেলার জীবনদাসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশের কাছে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা গণমাধ্যমকে জানান, উপজেলার জীবনদাসকাঠি গ্রামে সোমবার( ৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে । আটক আব্দুল আজিজের বাড়ি ওই এলাকায়। তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে প্রহরীর চাকরি করেন।
পুলিশ জানায়, আজিজের তিন সন্তানের মধ্যে বড় ছেলে চট্টগ্রামে চাকরি করে। মেঝো ছেলে বাড়িতে থেকে স্থানীয় একটি কলেজে পড়ে ও ছোট মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে।
ওসি বলেন, “সোমবার আব্দুল আজিজ বাড়িতে গেলে স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। রাতে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হলে নার্গিসকে মারধর করে আজিজ।
“এক পর্যায়ে নার্গিস অচেতন হয়ে পড়লে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর আজিজ থানার সামনে দিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় থানার এক কনস্টবেল তাকে কি হয়েছে জিজ্ঞেস করলে তিনি স্ত্রীকে হত্যা করার কথা বলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তখন তাকে আটক করা হয়।
তিনি বলেন, আজিজকে আটক করা হয়েছে এবং তার স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামালা দায়েরের প্রস্তুতি চলছে।সংবাদ প্রকাশঃ  ০৯-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ