জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচন অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।      কামরুজ্জামান কানু  সংবাদদাতা জানান ===  # উৎসব মুখোর পরিবেশের মধ্যোদিয়ে চতুর্থ ধাপে জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ব্যালটপেপারে ভোট গ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়েছেন ।

মেলান্দহ পৌর নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন (নৌকা) বিজয়ী হয়েছে । বিএনপির মনোয়ার হোসেন হাওলাদার (ধানের শীষ) ৩৩৩১ ভোট পেয়েছে। ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের লিয়াকত হোসেন (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌর নির্বাচনে মেলান্দহ পৌরসভার ১০টি কেন্দ্রের ৭০টি বুথে সর্বমোট ২৪ হাজার ৫৬৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১২ হাজার ৭২৫ জন।
নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২২৪ পুলিশ সদস্য, বিজিবি ৩ প্লাটুন ও র‌্যাবের ৪টি টহল টিম। অবাদ ও সুষ্ট ভোট গ্রহন হয়।

সংবাদ প্রকাশঃ  ১৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ