গর্ভধারণ করব, স্বামীকে ১৫ দিনের ‘পেরোল’ দিন!

সিটিভি নিউজ।।        নন্দলালের স্ত্রী সংশ্লিষ্ট জেল অফিসার ও কালেক্টরের কাছে একটি আবেদনে জানান, তিনি মা হতে চান, গর্ভধারণ করতে চান, আর সেই কারণেই যাতে নন্দলালকে পেরোলে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে জেলবন্দি নন্দলাল গতবছর মে মাসে প্রথম পেরোল পেয়েছে।
রাজস্থানের ভিলওয়াড়ার বাসিন্দা নন্দলাল গত ২০১৯ সাল থেকে আজমেঢ় সেন্ট্রাল জেলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় বন্দি। উল্লেখ্য, বিয়ের কয়েক মাস পর থেকেই এক অপরাধের ঘটনায় নন্দলাল জেলবন্দি। আর নন্দলালকে পেরোলে মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে, তার স্ত্রী পেশ করেছেন তাঁর পরিস্থিতির কথা।নন্দলালের স্ত্রী সংশ্লিষ্ট জেল অফিসার ও কালেক্টরের কাছে একটি আবেদনে জানান, তিনি মা হতে চান, গর্ভধারণ করতে চান, আর সেই কারণেই যাতে নন্দলালকে পেরোলে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে জেলবন্দি নন্দলাল গতবছর মে মাসে প্রথম পেরোল পেয়েছে। করোনা পরিস্থিতির কারণে তার প্রথম পেরোল দেরিতে আসে। এদিকে, নন্দলালের স্ত্রী জেল কর্তৃপক্ষ ও কালেক্টরের কাছে স্বামীর পেরোলে মুক্তির আবেদন জানিয়েও কোনও উত্তর পাচ্ছিলেন না। এরপরই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

সংবাদ প্রকাশঃ  0৯-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ