ক্রেনের আঘাতে ছিঁড়ে গেছে বিদ্যুৎ সংযোগ, ১০ ঘন্টা বিদ্যুৎ বিহীন

সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন,কুমিল্লা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা রেলওয়ে ষ্টেশন এলাকায় লাকসাম-আখাউড়া ডাবল লাইন প্রকল্পের কাজে নিয়োজিত ম্যাক্সের একটি ক্রেন কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ লাইনের সাথে আটকে গেলে সংযোগ ছিঁড়ে যায়। এসময় আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে প্লাটফরমের শত শত যাত্রীসহ শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ১০ টায় এঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দেশের প্রধান জাতীয় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার লাকসাম জংশন থেকে ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া জংশন এলাকার ডাবল লাইন নির্মানের কাজে নিয়োজিত ম্যাক্স প্রতিদিনের মতো গতকাল বুধবারও কুমিল্লা রেলওয়ে ষ্টেশনের নবনির্মিত দুই নম্বর প্লাটফরমের নির্মান কাজের সময় সকাল আনুমানিক ১০ টায় একটি ক্রেন এর সাথে হঠাৎ বিদ্যুতের লাইনটি লেগে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো রেলওয়ে প্লাটফরম এলাকা। বিদ্যুৎ লাইনটি ছিঁড়ে যাওয়ার আতঙ্কগ্রস্থ হয়ে এসময় ঘটনাস্থলে থাকা ট্রেনের যাত্রীসহ শ্রমিকরা ভয়ে দৌড়ে নিরাপদ দুরত্বে চলে যায়। এরপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ষ্টেশনের অফিস কক্ষগুলো,যাত্রীদের বিশ্রামাগার ছাড়াও রেলওয়ে কলোনীতে বসবাসরত শত শত লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনলাইনে টিকেট বিক্রয় স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ জেনারেটর চালু করে। এতে কিছু সময় স্বাভাবিক কার্যক্ষম চললেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র জানায়,অনলাইনের টিকিট কাউন্টারে কর্তব্যরত রিস্তা নুর নামের এক বুকিং সহকারী বেলা আনুমানিক ২ টায় কাজ শেষে নগরীর মোগলটুলীর বাসায় ফিরেই অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে ২ টায় একইভাবে কর্তব্য পালনে যাওয়ার পর বুকিং সহকারী সঞ্জয় নামের অন্য আরেকজন কর্তব্যরত অবস্থায় বিকেল ৪ টায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এসময় ষ্টেশনে কর্তব্যরত অন্যান্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাইরে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়। সঞ্জয় জানান, কাইন্টারে ভেন্টিলেশন সমস্যা প্রকট থাকায় এঅবস্থার সম্মুখিন হতে হয়েছিল। এরপর থেকেই কার্যত আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রয় বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রীর দুর্ভোগের মুখে পড়তে হয়। বিষয়টি জানতে চাইলে কুমিল্লা রেলওয়ে ষ্টেশন মাষ্টার শফিকুর রহমানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদ প্রকাশঃ  ১৫১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ